* কাঁচ তৈরীর প্রধান উপাদান হলো বালি। * পঁচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড। * সর্ব প্রথম অক্সিজেন আবিষ্কার করেন প্রিস্টলি। * টেষ্টিং সল্ট এর রাসায়নিক নাম মনো সোডিয়াম গ্লুটামেট। * 24 ক্যারেটের স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়। * কার্বন মনো অক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলে। * যে চক দিয়ে ব্লাক বোর্ডে লেখা হয় তা হলো ক্যালসিয়াম কার্বোনেট।