মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

জানা অজানার সুন্দরবন

জানা অজানার সুন্দরবন

#১সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎ।

#০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, বাকিটুকু ভারতের।।

#মোট বনভূমির ৩১.১ শতাংশ, অর্থাৎ ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাঁড়ি, বিল মিলিয়ে জলের এলাকা।

#১৯৪৭ সালে ভারত ভাগের সময় সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়ে। যা বাংলাদেশের আয়তনের প্রায় ৪.২% এবং সমগ্র বনভূমির প্রায় ৪৪%।

#সুন্দরবনের নদীগুলো নোনা পানি ও মিঠা পানি মিলন স্থান।। গঙ্গা থেকে আসা নদীর মিঠা পানির, বঙ্গপোসাগরের নোনা পানি হয়ে ওঠার মধ্যবর্তী স্থান হলো এই এলাকাটি (যেখানে এরকম ঘটে সেটাকে মোহনা বলা হয়।)

#সুন্দরবনের জনসংখ্যা ৪ মিলিয়নের বেশি কিন্তু এর বেশির ভাগই স্থায়ী জনসংখ্যা নয়।। টুরিস্ট অথবা জীবিকার কাজে বনে যাওয়া মানুষজন।।

#সুন্দরবন আমাদের দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস।।

#সুন্দরবনের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ২টি বনবিভাগ, ৪টি প্রশাসনিক রেঞ্জ - চাঁদপাই, শরণখোলা, খুলনা ও বুড়িগোয়ালিনি এবং ১৬টি বন স্টেশন। বনটি আবার ৫৫ কম্পার্টমেন্ট এবং ৯টি ব্লকে বিভক্ত।

#অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানের প্রায় দ্বিগুণ ছিল। বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত করেছে।

#সুন্দরবনের নদীনালা, খালবিলে, রয়েছে প্রায় ১২০ প্রজাতির মাছ।। এখানে প্রায় ২৬০ প্রজাতির ভিন্ন ভিন্ন পাখি দেখতে পাওয়া যায়।।

#পৃথিবীর অন্যান্য সব বাঘের চেয়ে রয়েল বেঙ্গল টাইগার একটি কারনে আলাদা!! তা কি জানেন?? অন্যান্য যে কোনো বাঘের চেয়ে রয়েল বেঙ্গল টাইগারই সবচেয়ে বেশি মানুষ মারে!! 

#সুন্দরবনে বর্তমানে (২০১০ এর জরিপ) ১৩ ধরনের পদ্ধতিতে মাছ ধরা হয়।