শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

খুব সহজেই আপনার ফেইসবুক প্রোফাইলে ব্যানার যুক্ত করুন



এ জামানায় খুব কম ইন্টরনেট ব্যবহারকারী আছেন যিনি ফেইসবুক ব্যবহার করে নি । তো ফেইসবুকের প্রোফাইল অনেকভাবেই দৃষ্টিনন্দন করা যায় । যেমন -ব্যানার যুক্ত করে , ক্রিয়েটিভ প্রোফাইল পিকচার সেট করে, আবার বিভিন্ন রকম থিম দিয়ে । তো চলুন আজ ফেইসবুক প্রোফাইলে ব্যানার যুক্ত করি । এর একটি নমুনা দেখুন---









ব্যানার যুক্ত করার জন্য আমাদের ব্যানারের ওয়েবসাইটের সাহায্য লাগবে । ব্যানার যুক্ত করার অনেক ওয়েবসাইট রয়েছে । কিন্তু সকল ওয়েবসাইটই মানসম্মত নয় । আমার পছন্দের ওয়েবসাইট হল FBANNERS । প্রথমে এই লিংকে ক্লিক করুন – http://www.fbanners.com/

ফেইসবুকে লগইন করুন । এরপর উক্ত সাইটে যান । এ সাইটের প্রথমপতায় নতুন আপলোড হওয়া কিছু ব্যানার দেয়া থাকবে । পছন্দ অনুযায়ী একটির উপর ক্লিক কুন । প্রথমপাতা থেকে পছন্দ না হলে বাম পাশের Category থেকে বিভাগ করুন । সেখান থেকে পছন্দ করে এর উপর ক্লিক করুন । এবার নিচের মত কাজ করুন-
লাল চিহ্নিত বাটনে ক্লিক করুন











2. এরপর নিচের মত একটি পেজ আসবে । Done বাটনে ক্লিক করুন ।









3. ব্যস হয়ে গেল । আপনার ফেইসবুক পোফাইলে কিছু ক্ষণের মধ্যেই ব্যানার যুক্ত হয়ে যাবে ।

*** এ ওয়েবসাইটের আরো অনেক সুবিধা রয়েছে । এখানে আপনি নিজের ছবি দিয়ে ব্যানার বানাতে পারবেন । এজন্য বামপাশের Generators থেকে Create a banner এ ক্লিক করুন । না বুঝলে নিচের ছবি দেথুন -









এরকম আরেকটি সাইট হল –http://profilegen.com/ । এ সাইটেও আপনি ক্রিয়েটিভ ব্যানার পাবেন ।