আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করতে গিয়ে,বেশ কিছু ঝামেলার সম্মুখিন হই।এর মাঝে উল্লেখযোগ্য দুটি সমস্যা হল___
১.বিভিন্ন সময়ে বিভিন্ন অপ্রয়োজনীয় এপ্লিকেশান,ফেসবুকে চালু করার ফলে,এই সকল এপ্লিকেশনের বিভিন্ন আপডেট বা দৈনিক ফলাফল,আমাদের প্রোফাইলে অটোমেটিক চলে আসে,যার ফলে,আমাদের নিউজ ফিড+প্রোফাইল এই জাতীয় খবরে পূর্ন থাকে,যা দেখতে ভালো দেখায় না।এই জাতীয় এপ্লিকেশনের মধ্য,দৈনিক রাশিফল বা Todays lucky number উল্লেখযোগ্য।এই জাতীয় এপ্লিকেশন গুলোর কারনে,অনেকের প্রোফাইলে,ঢুকলে দেখা যায়,তার শেষ স্ট্যাটাসটি অনেক নিচে,আর প্রোফাইল র্ভতি,এই জাতীয় এপ্লিকেশনের আপডেটে।অনেকেই সুধুমাত্র আলসেমি অথবা অজ্ঞতার কারনে,এই ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারে না।
তাই চলুন,আজ দেখে নেই,আপনার প্রোফাইলে,কি কি এপ্লিকেশন চালু আছে + এর মাঝে,অপ্রয়োজনীয়গুলো,কিভাবে রিমুভ করা যায়।
আপনার একাউন্ট সেটিংসে গিয়ে,বাম পাশের APPS এ ক্লিক করলেই,আপনি দেখতে পাবেন,আপনার একাউন্টে কি কি এপ্লিকেশন চালু রয়েছে।এর প্রতিটি এপ্লিকেশনের পাশে EDIT এবং একটি ক্রস চিহ্ন রয়েছে।EDIT এ ক্লিক করে আপনি আপনার এপ্লিকেশনের আপডেট গুলো কারা দেখতে পাবে,তা নিয়ন্ত্রন করতে পারবেন।আর ক্রস এ ক্লিক করে আপনি এপ্লিকেশনটি আপনার প্রোফাইল থেকে রিমুভ করে দিতে পারবেন।
আপনাদের প্রোফাইল নিরাপদ ও সুন্দর রাখতে,যথাসম্ভব কম এপ্লিকেশন চালু রাখাই ভালো।এখন তাড়াতাড়ি দেখে নিন,আপনার প্রোফাইলে কি কি অপ্রয়োজনীয় এপ্লিকেশন চালু আছে।
২.ফেসবুকে আমাদের সকল প্রকারের আপডেট,সে আমাদের ইমেইলে পাঠাতে থাকে।এগুলোর বেশীরভাগই গুরুত্বপূর্ন না।এই অপ্রয়োজনীয় ইমেইলের কারনে আমাদের ইমেইল এড্রেসের ইনবক্স পূর্ন থাকে।মাঝে মাঝে গুরুত্বপূর্ন ইমেইল আমাদের চোখ এড়িয়ে যায়,এই ফেসবুকের ইমেইলের ভিড়ে।এখন আপনি অতি সহজেই এই নোটিফিকেশনের ইমেইলগুলো নিয়ন্ত্রন করতে পারবেন।এর জন্য আপনাকে যা করতে হবে,তা নিন্মরূপ__
আপনার একাউন্ট সেটিংসে গিয়ে,বাম পাশের নেটিফিকেশনে এ ক্লিক করলে আপনি আপনার নোটিফিকেশনের লিষ্ট দেখতে পাবেন।এখন উপরের ছবির ২ নাম্বার তারকা চিহ্নত স্থানে যদি টিক দেয়া থাকে,তবে তা উঠিয়ে দিন।এখন আপনি প্রতিটি নোটিফিকেশনের পাশে একটি খামের চিহ্ন দেখতে পাবেন।এর ৩ নাম্বার তারকা চিহ্নিত অনুজ্জ্বল খাম বিশিষ্ট নোটিফিকেশন গুলো দ্বারা বুঝা যায়,এগুলোর নোটিফিকেশন আপনার ইমেইলে পাঠানো হয় না।আর ৪ নাম্বার তারকা চিহ্নিত উজ্জ্বল খাম বিশিষ্ট নোটিফিকেশন গুলো দ্বারা বুঝা যায়,এগুলোর নোটিফিকেশন আপনার ইমেইলে পাঠানো হয়।এখন এই খামের উপর ক্লিক করে অতি সহজেই আপনি ঐ বিষয়ের নোটিফিকেশন আপনার ইমেইলে পাঠানো,বন্ধ বা চালু করতে পারবেন।এছাড়াও এই নোটিফিকেশনের লিষ্টের নিচে আপনি All Notifications এর অপশান পাবেন।এর নিচে,বিভিন্ন বিভাগ অনুসারে নোটিফিকেশন পাঠানো চালু বা বন্ধ করতে পারেন প্রতি বিভাগের পাশের এডিট অপশানে ক্লিক করে।
এখনি দেখে নিন,আপনার প্রোফাইল থেকে কি কি নোটিফিকেশন আপনার ইমেইলে পাঠানো হয়+যথাসম্ভব কম ইমেইল পাঠানোর ব্যবস্থা করুন।
১.বিভিন্ন সময়ে বিভিন্ন অপ্রয়োজনীয় এপ্লিকেশান,ফেসবুকে চালু করার ফলে,এই সকল এপ্লিকেশনের বিভিন্ন আপডেট বা দৈনিক ফলাফল,আমাদের প্রোফাইলে অটোমেটিক চলে আসে,যার ফলে,আমাদের নিউজ ফিড+প্রোফাইল এই জাতীয় খবরে পূর্ন থাকে,যা দেখতে ভালো দেখায় না।এই জাতীয় এপ্লিকেশনের মধ্য,দৈনিক রাশিফল বা Todays lucky number উল্লেখযোগ্য।এই জাতীয় এপ্লিকেশন গুলোর কারনে,অনেকের প্রোফাইলে,ঢুকলে দেখা যায়,তার শেষ স্ট্যাটাসটি অনেক নিচে,আর প্রোফাইল র্ভতি,এই জাতীয় এপ্লিকেশনের আপডেটে।অনেকেই সুধুমাত্র আলসেমি অথবা অজ্ঞতার কারনে,এই ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারে না।
তাই চলুন,আজ দেখে নেই,আপনার প্রোফাইলে,কি কি এপ্লিকেশন চালু আছে + এর মাঝে,অপ্রয়োজনীয়গুলো,কিভাবে রিমুভ করা যায়।
আপনার একাউন্ট সেটিংসে গিয়ে,বাম পাশের APPS এ ক্লিক করলেই,আপনি দেখতে পাবেন,আপনার একাউন্টে কি কি এপ্লিকেশন চালু রয়েছে।এর প্রতিটি এপ্লিকেশনের পাশে EDIT এবং একটি ক্রস চিহ্ন রয়েছে।EDIT এ ক্লিক করে আপনি আপনার এপ্লিকেশনের আপডেট গুলো কারা দেখতে পাবে,তা নিয়ন্ত্রন করতে পারবেন।আর ক্রস এ ক্লিক করে আপনি এপ্লিকেশনটি আপনার প্রোফাইল থেকে রিমুভ করে দিতে পারবেন।
আপনাদের প্রোফাইল নিরাপদ ও সুন্দর রাখতে,যথাসম্ভব কম এপ্লিকেশন চালু রাখাই ভালো।এখন তাড়াতাড়ি দেখে নিন,আপনার প্রোফাইলে কি কি অপ্রয়োজনীয় এপ্লিকেশন চালু আছে।
২.ফেসবুকে আমাদের সকল প্রকারের আপডেট,সে আমাদের ইমেইলে পাঠাতে থাকে।এগুলোর বেশীরভাগই গুরুত্বপূর্ন না।এই অপ্রয়োজনীয় ইমেইলের কারনে আমাদের ইমেইল এড্রেসের ইনবক্স পূর্ন থাকে।মাঝে মাঝে গুরুত্বপূর্ন ইমেইল আমাদের চোখ এড়িয়ে যায়,এই ফেসবুকের ইমেইলের ভিড়ে।এখন আপনি অতি সহজেই এই নোটিফিকেশনের ইমেইলগুলো নিয়ন্ত্রন করতে পারবেন।এর জন্য আপনাকে যা করতে হবে,তা নিন্মরূপ__
আপনার একাউন্ট সেটিংসে গিয়ে,বাম পাশের নেটিফিকেশনে এ ক্লিক করলে আপনি আপনার নোটিফিকেশনের লিষ্ট দেখতে পাবেন।এখন উপরের ছবির ২ নাম্বার তারকা চিহ্নত স্থানে যদি টিক দেয়া থাকে,তবে তা উঠিয়ে দিন।এখন আপনি প্রতিটি নোটিফিকেশনের পাশে একটি খামের চিহ্ন দেখতে পাবেন।এর ৩ নাম্বার তারকা চিহ্নিত অনুজ্জ্বল খাম বিশিষ্ট নোটিফিকেশন গুলো দ্বারা বুঝা যায়,এগুলোর নোটিফিকেশন আপনার ইমেইলে পাঠানো হয় না।আর ৪ নাম্বার তারকা চিহ্নিত উজ্জ্বল খাম বিশিষ্ট নোটিফিকেশন গুলো দ্বারা বুঝা যায়,এগুলোর নোটিফিকেশন আপনার ইমেইলে পাঠানো হয়।এখন এই খামের উপর ক্লিক করে অতি সহজেই আপনি ঐ বিষয়ের নোটিফিকেশন আপনার ইমেইলে পাঠানো,বন্ধ বা চালু করতে পারবেন।এছাড়াও এই নোটিফিকেশনের লিষ্টের নিচে আপনি All Notifications এর অপশান পাবেন।এর নিচে,বিভিন্ন বিভাগ অনুসারে নোটিফিকেশন পাঠানো চালু বা বন্ধ করতে পারেন প্রতি বিভাগের পাশের এডিট অপশানে ক্লিক করে।
এখনি দেখে নিন,আপনার প্রোফাইল থেকে কি কি নোটিফিকেশন আপনার ইমেইলে পাঠানো হয়+যথাসম্ভব কম ইমেইল পাঠানোর ব্যবস্থা করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন