প্রচলিত ছাপা অভিধানের পরিবর্তে এখন আমরা কম্পিউটারে ডিজিটাল অভিধান ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি অনেকেই। এরকম একটি অভিধান হচ্ছে ওয়ার্ডওয়েব। নামের সাথে ওয়েব থাকলেও এটি অফলাইনেও ব্যবহার করা যায় সহজেই। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যে কোনো ওয়ার্ড, টেক্সট বা পিডিএফ ফাইল অথবা ওয়েব পেজ থেকে যে কোনো শব্দের উপর মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করলেই সেটি ওয়ার্ড ওয়েবে প্রদর্শন করবে অর্থসহ। এটি একটি ইংরেজি থেকে ইংরেজি অভিধান। এর শব্দ ভান্ডার বেশ সমৃদ্ধ। আর ইন্টারনেট সংযোগ থাকলে এটি প্রয়োজনে ইন্টারনেট থেকেই বের করে দিতে পারবে প্রয়োজনীয় শব্দের অর্থ।