শনিবার, ১২ নভেম্বর, ২০১১



► ‘অনল প্রবাহ’ রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।(২৯ তম BCS)
► ‘বত্রিশ সিংহাসন’ এর রচয়িতা : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। (২৬ তম BCS)
► বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় : বিহারীলাল চক্রবর্তীকে (১১ তম BCS)
► ‘জাহান্নাম হতে বিদায়’ উপন্যাসটি হলো : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। (২৮ তম BCS)
► ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে’ চরণটির রচয়িতা : রঙ্গলাল বন্দোপাধ্যায়।
► আমীর হামজা ও জঙ্গনামা গ্রন' দুটির লেখক : ফকীর গরীবুল্লাহ।
► ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বই : বেতাল পঞ্চবিংশতি।
► যে মহিলা কবি সর্বপ্রথম রামায়ণ অনুবাদ করেন : চন্দ্রাবতী।


► পাকিস্তান প্রথম বারের মতো কোন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপন করে? পাকসটি-১
► বিশ্বের বৃহত্তম ভিডিও গেমস মেলা কোথায় অনুষ্ঠিত হয়? কোলন, জার্মানি
► দ্যা গুড মুসলিম উপন্যাসের লেখক কে? তাহমিমা আনাম
► ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে? অধ্যাপক ড. মৃদুল কান্তি চক্রবর্তী
► বাংলাদেশের কোন চলচ্চিত্রটি প্রথম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়? মাটির ময়না
► দ্য লাকুনা উপন্যাসের লেখক কে? বারবারা কিংসলভার , যুক্তরাস্ট্র
► বিশ্ব বানিজ্য রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থ্রা? বিশ্ব বানিজ্য সংস্থ্যা
► ২০১০ সালে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ ? চীন
► ২০১০ সালে শীর্ষ আমদানি কারক দেশ? যুক্তরাস্ট্র
► সব চেয়ে বেশি স্বর্ণমজুদ রয়েছে? যুক্তরাস্ট্রে
► ১০০৫ ডলারের নিচে আয় করে? বাংলাদেশ, আফগানিস্তান
► বিশ্ব হেপাটাইটিস দিবস? ৩০ জুলাই
► বিশ্বের বনভুমির পরিমান সবচেয়ে বেশি? রাশিয়া
► শেষ ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? ভ্যালাডেলিড, স্পেন
► আদিবাসী সংক্রান্ত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে? ২০১৪ সালে
► বৃহত্তম সৌরশক্তিচালিত নৌকার নাম? এম টুরানোর প্লানেট সোলার
► আইবিএসএ কোন দেশ গুলো নিয়ে গঠিত? ভারত, ব্রাজিল, দক্ষিন আফ্রিকা
► বানকিমুন দক্ষিনে সুদানে দুত হিসাবে কাকে নিয়োগ দেয়? হেইলি মেনকারিয়োস, ইরিত্রিয়া
► পরপর তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার অধিকারি? ওয়াকার ইউনূস পাকিস্তান
► ২০১৩ মহিলা বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত

► ১লা আগষ্ট ২০১১ কাকে কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রথম প্রশাসক নিয়োগ দেয়া হয়? নাসির উদ্দিন আহমেদ
► বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি? ৪৮৪টি
► দেশে ৪৮৪ তম উপজেলা কোনটি? বাঙ্গাবালী পটুয়াখালি
► ৩০ শে জুন ২০১১ কোন পৌরসভা প্রতিষ্ঠা করা হয়? পলাশবাড়ী গাইবান্ধা
► বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন? প্রধানমন্ত্রীর কার্যালয়
► বর্তমানে গ্যাস ক্ষেত্র? ২৪টি
► ঢাকা-রংপুর রোডে আন্ত:নগর ট্রেন চালু হয়? রংপুর এক্সপ্রেস
► বিশদ তথ্য সম্বলিত মানচিত্র? ট্রিপম্যাপ
► পেরুর বর্তমান প্রেসিডেন্ট কে? ওলান্তো হুমালা
► কোন দেশে আইন সভায় ই-পিটিশন পদ্ধতি চালু হয়? ব্রিটেন
► লিবিয়ার অন্তবর্তীকালিন জাতীয় পরিষদের প্রধান কে? মুস্তফা আবদেল জলিল
► লিবিয়ার ন্যাটো হামলার সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপলস ইতালি
► দ্যা হোয়াইট মাউস নামে পরিচিত কে? ন্যান্সি ওয়েক (অস্ট্রেলিয়া)
► ২০১১ সালে দেশের ১০টি শিক্ষাবোর্ড এর অধীনে অনুষ্ঠিত এইচ এসসি ও সমমান পরীক্ষায় পাশের গড় কত? ৭৫.০৮ %
► ২০১১ সালে দেশের সাধারণ ৮টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাশের গড় হার কত? ৭২.৩৬%
► বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির বর্তমান নাম কি? ইনস্টিটউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
► বাংলাদেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ কোনটি? কুষ্টিয়া মেডিকেল কলেজ
► বাংলাদেশের কোন জেলায় দুটি করে সরকারি পিটিআই রয়েছে? চট্টগ্রাম, বগুড়া, চাপাইনবাবগঞ্জ
► দেশে বর্তমান পলিটেকনিক ইনস্টিটউট কতটি? ৪৯টি
► আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কত? ৫৪
► কোন গ্রহে মানুষ বিহীন নভোযান জুনো পাঠায়? বৃহস্পতি

■ বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন ? - আবদুল হামিদ
■ বাংলাদেশ জাতীয় সংসদের কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে ? - ৬০জন
■ বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধনে প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত ? - কোনাবাড়ি
■ সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার ? - ৫৭৪৭ ব. কি.
■ মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে ? - ১৯৭৪
■ বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? - বরেন্দ্র গবেষণা জাদুঘর
■ বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন? - ফজলুর রহমান খান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন