- ১. ‘গোঁফ খেজুরে’ এই বাগধারাটির অর্থ কী?
 - A) আরামপ্রিয়
 - B) উদাসীন
 - C) নিতান্ত অলস
 - D) পরমুখাপেক্ষী
 - ২. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য নিচের কোন কাব্যের উপজীব্য?
 - A) নুরনাম
 - B) জিঞ্জীর
 - C) সাত সাগরের মাঝি
 - D) দিলরুবা
 - ৩. ‘মস্যাধার’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
 - A) মত্স+আধার
 - B) মত্স্য+আধার
 - C) মসী+আধার
 - D) মসি+আধার
 - ৪. ‘চাবি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
 - A) ফারসি
 - B) ইংরেজি
 - C) পর্তুগিজ
 - D) ওলন্দাজ
 - ৫. ‘সবুজ পত্র’ বাংলা সাহিত্য কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?
 - A) চলতি
 - B) বাংলা
 - C) সাধু
 - D) সংস্কৃতি
 - ৬. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
 - A) ঠলী
 - B) পানাস
 - C) পাঠক
 - D) সেলামি
 - ৭. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
 - A) মধ্য যুগ
 - B) প্রাচীন যুগ
 - C) আধুনিক যুগ
 - D) অন্ধকার যুগ
 - ৮. বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?
 - A) প্রথমে
 - B) শেষে
 - C) অব্যয় পদের পরে
 - D) কর্মের পর
 - ৯. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
 - A) রূপতত্ত্ব
 - B) ধ্বনিতত্ত্ব
 - C) পদক্রম
 - D) বাক্যপ্রকরণ
 - ১০. বিদেশী অব্যয়জাত শব্দ কোনটি?
 - A) আবার
 - B) সহসা
 - C) সাবাস
 - D) নইলে
 - ১১. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
 - A) গুরুগম্ভীর
 - B) গুরুচণ্ডাল
 - C) অবোধ্য
 - D) দুর্বোধ্য
 - ১২. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
 - A) রাজা রামমোহন
 - B) ব্রাসি হেলহেড
 - C) অক্ষয় কুমার দত্ত
 - D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - ১৩. A Language never stands still-এর যথার্থ বঙ্গানুবাদ কোনটি?
 - A) ভাষা নিজে কখনো সমৃদ্ধ নয়।
 - B) ভাষা গতিশীল নয়।
 - C) ভাষা একা এগিয়ে যেতে পারে না।
 - D) ভাষা কখনো থেমে থাকে না।
 - ১৪. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
 - A) সাহেবসমূহ
 - B) সাহেবান
 - C) সাহেবমণ্ডলী
 - D) সাহেবকুল
 - ১৫. অনুবাদের সময় কোনটির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে পারে?
 - A) প্রাঞ্জলতা ও কাঠিন্য
 - B) সৌকর্য ও গাম্ভীর্যতা
 - C) সহজবোধ্যতা ও পাণ্ডিত্য
 - D) মৌলিকতা ও প্রাঞ্জলতা
 - ১৬. যে আকৃষ্ট হচ্ছে— এক কথায় কী?
 - A) আকৃষ্টা
 - B) কৃষ্যমান
 - C) কৃষ্য
 - D) কৃষ্যমনা
 - ১৭. বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি কে?
 - A) বিহারীলাল চক্রবর্তী
 - B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - C) বিপ্রদাস বড়ুয়া
 - D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 - ১৮. ভাষার মূল উপকরণ কী?
 - A) বাক্য
 - B) ধ্বনি
 - C) শব্দ
 - D) বর্ণ
 - ১৯. ‘সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়’—বাক্যে ‘উঠলে’ পদটি কোন প্রকারের ক্রিয়াপদ?
 - A) সমাপিকা
 - B) প্রযোজক
 - C) প্রযোজ্য
 - D) অসমাপিকা
 - ২০. ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
 - A) পানি
 - B) আগুন
 - C) বাতাস
 - D) মাটি
 - ১. ‘বায়ো’ শব্দের অর্থ কী?
 - A) জীবন
 - B) বাতাস
 - C) পানি
 - D) শক্তি
 - ২. বিশ্বের পানি মজুদের কত শতাংশ স্বাদুপানি?
 - A) ২%
 - B) ১২%
 - C) ৪৮%
 - D) ২৮%
 - ৩. মৌলিক রং কোনগুলো?
 - A) লাল, সবুজ ও হলুদ
 - B) লাল, সবুজ ও নীল
 - C) সবুজ, সাদা ও হলুদ
 - D) নীল, হলুদ ও গোলাপি
 - ৪. বিশ্বে পানি মজুদের পরিমাণ কত?
 - A) ১৪১ বিলিয়ন ঘনলিটার
 - B) ১৪১ মিলিয়ন ঘনলিটার
 - C) ১৪১ ট্রিলিয়ন ঘনলিটার
 - D) কোনোটিই নয়
 - ৫. ‘ম্যারাসমাস’ রোগ কিসের অভাবে হয়?
 - A) শর্করা
 - B) আমিষ
 - C) ভিটামিন-কে
 - D) চর্বি
 - ৬. শব্দকে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যায়—
 - A) রেডিও
 - B) ফ্যাক্স
 - C) টেলেক্স
 - D) ইন্টারনেট
 - ৭. সর্ব প্রথম যে উফসী ধান চালু হয় তা হলো—
 - A) ইরি-১
 - B) ইরি-২
 - C) ইরি-৩
 - D) ইরি-৮
 - ৮. এক চা চামচ উর্বর মাটিতে কতটি ব্যাকটেরিয়া বাস করে?
 - A) প্রায় ৫-৬ কোটি
 - B) প্রায় ১০-১২ লক্ষ
 - C) প্রায় ১০-১২ কোটি
 - D) প্রায় ২-৩ কোটি
 - ৯. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত?
 - A) ৩.০০%
 - B) ০.০৩%
 - C) ১.২৪ %
 - D) ০.৬১%
 - ১০. মানুষের রক্তে লোহিত কণিকার পরিমাণ শতকরা কত ভাগ?
 - A) ৪৫%
 - B) ৭৫%
 - C) ৬৫%
 - D) ৫৫%
 - ১. The Invention of computer has turned over ‘a new leaf’ in the history of modern technology. — Which of the following is nearest in meaning to the italicized idiom above?
 - A) created a new history
 - B) began a new civilization.
 - C) opened a new chapter
 - D) created a sensation.
 - ২. Five miles—a long distance.
 - A) are
 - B) were
 - C) is
 - D) have
 - ৩. It is very difficult to stop the cultivation of marijuana because—
 - A) it grows very carelessly
 - B) of it’s growth without attestation
 - C) it grows well with little care
 - D) it doesn’t care much to grow
 - ৪. Which is incorrect?
 - A) The Bay of Bengal
 - B) The Alps
 - C) A Himalayas
 - D) The Indian Ocean
 - ৫. There has not been a great response to the sale—?
 - A) does there
 - B) hasn’t there
 - C) hasn’t it
 - D) has there.
 - ৬. Because the first pair of pants did not fit properly, he asked for—
 - A) another pants
 - B) other pants
 - C) the other ones
 - D) another pair
 - ৭. What is the meaning of ‘debacle’?
 - A) Uprising
 - B) Success
 - C) Victory
 - D) Collapse
 - ৮. ‘The Mayor of Caster bridge’ is written by—.
 - A) Thomas Hardy
 - B) Ernest Hemingway
 - C) Henric Ibsen
 - D) Rudyard Kipling.
 - ৯. He enjoys doing others-
 - A) for
 - B) at
 - C) down
 - D) into
 - ১০. Complete the following sentence: If I had known you were coming...
 - A) Would go to the station
 - B) I had gone to the station
 - C) I would have gone to the station
 - D) I would be going to the station
 - ১১. ‘Exiguous’ means—
 - A) close
 - B) easy
 - C) scanty
 - D) difficult
 - ১২. “Gulliver’s Travels’ is a satire of —
 - A) Jonathan Swift
 - B) Henry Fielding
 - C) John Bunyan
 - D) Charles Dickens
 - ১৩. Olive Branch means-
 - A) Ingredient of cookingoil
 - B) Oil made of olive fruit
 - C) Symbol of flattery
 - D) Symbol of peace
 - ১৪. Which is the correct request?
 - A) Attend school regularly.
 - B) I know the man.
 - C) Have you no pen to write with?
 - D) Let me stay alone.
 - ১৫. He has been ill since Friday. The tense form is-
 - A) Present perfect
 - B) Present perfect continuous
 - C) Past perfect
 - D) past simple
 - ১৬. Who is the author of ‘India Wins Freedom’?
 - A) Mahatma Gandhi
 - B) J. L. Nehru
 - C) Abul Kalam Azad
 - D) Moulana Akram Khan.
 - ১৭. Abu was dismissed from his position—
 - A) because his financial records were improperly.
 - B) because finance wise he kept poor records
 - C) for keeping improper financial records
 - D) for keep financial records the were improper.
 - ১৮. How many eggs have your hens — this month? — Which of the following words best completes the above sentence?
 - A) lain
 - B) laid
 - C) lay
 - D) laid
 - ১৯. Select the best option: The phone rang but I didn't hear it. I -- asleep.
 - A) should have
 - B) must have
 - C) must have been
 - D) must be
 - ২০. The passive form of ‘The pill tastes bitter’ is—
 - A) The pill was bitter when it was tasted
 - B) The pill was bitter when it tasted
 - C) The pill bitter when testing
 - D) The pill is bitter when it is tasted
 - ১. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন?
 - A) এম এম রুহুল আমিন
 - B) এ বি এম খায়রুল হক
 - C) মোহাম্মদ হাবিবুর রহমান
 - D) সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন
 - ২. রাজশাহী অঞ্চলের লোকসংগীত কোনটি?
 - A) ধামাইল
 - B) গম্ভীরা
 - C) জারিগান
 - D) ভাটিয়ালি
 - ৩. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
 - A) ১০০
 - B) ১৫০
 - C) ২০০
 - D) ২৫০
 - ৪. পূর্বাশা দ্বীপের অপর নাম—
 - A) নিঝুম দ্বীপ
 - B) সেন্টমার্টিন দ্বীপ
 - C) দক্ষিণ তালপট্টি
 - D) কুতুবদিয়া
 - ৫. ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তনগর ট্রেনের নাম কী?
 - A) এগারসিন্ধুর
 - B) পারাবত
 - C) পাহাড়িকা
 - D) লালমণি
 - ৬. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
 - A) হাইল
 - B) হাকালুকি
 - C) করচার হাওর
 - D) ছায়ার হাওর
 - ৭. বরিশালের প্রাচীন নাম—
 - A) সন্দ্বীপ
 - B) জালালাবাদ
 - C) চন্দ্রদ্বীপ
 - D) নাসিরাবাদ
 - ৮. মিশুকের স্থপতি কে?
 - A) মোস্তফা মনোয়ার
 - B) হামিদুজ্জামান খান
 - C) মঈনুল হোসেন
 - D) শামীম সিকদার
 - ৯. বাংলাদেশে সরকারি জাহাজনির্মাণ কারখানাটি কোথায় অবস্থিত?
 - A) নারায়ণগঞ্জ
 - B) চট্টগ্রাম
 - C) সিলেট
 - D) খুলনা
 - ১০. বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তৈরিতে কোন দেশ আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে?
 - A) জাপান
 - B) যুক্তরাষ্ট্র
 - C) ফ্রান্স
 - D) চীন
 - ১১. কোন মহাদেশের একটি দেশেরও দূতাবাস বাংলাদেশে নেই?
 - A) আফ্রিকা
 - B) ওশেনিয়া
 - C) উত্তর আমেরিকা
 - D) দক্ষিণ আমেরিকা
 - ১২. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে ছিলেন?
 - A) নুরুল আমীন
 - B) মোহাম্মদ আলী জিন্নাহ
 - C) খাজা নাজিমুদ্দীন
 - D) এ কে ফজলুল হক
 - ১৩. ঘোড়াশাল সার কারখানায় কোন সার উত্পাদিত হয়?
 - A) ইউরিয়া
 - B) টিএসপি
 - C) পটাশ
 - D) অ্যামোনিয়া সালফেট
 - ১৪. ব্রহ্মপুত্র নদের উত্পত্তি হয়েছে হিমালয়ের কোন শৃঙ্গ থেকে?
 - A) মানস
 - B) কৈলাস
 - C) রবাইল
 - D) কাঞ্চনজংঘা
 - ১৫. ৩ জানুয়ারি ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলাটি কোথায় দায়ের করা হয়-
 - A) আগরতলা
 - B) লাহোর
 - C) ঢাকা
 - D) ইসলামাবাদ
 - ১৬. নিচের কোনটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় রয়েছে?
 - A) প্রাথমিক শিক্ষার্থীর বৃত্তি
 - B) বয়স্ক-ভাতা কর্মসূচি
 - C) উপকূলীয় বনায়ন কর্মসূচি
 - D) সিডর দুর্গত এলাকায় কর্মসূচি
 - ১৭. সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম—
 - A) জিনজিরা
 - B) সোনাদিয়া
 - C) কুতুবদিয়া
 - D) নিঝুমদ্বীপ
 - ১৮. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
 - A) গঙ্গা
 - B) ব্রহ্মপুত্র
 - C) করতোয়া
 - D) মহানন্দা
 - ১৯. ‘এনফিল্ড’ কী?
 - A) এক প্রকার বন্দুক
 - B) একটি রাজনৈতিক দল
 - C) একটি ক্রিকেট দল
 - D) একটি সুপার শপ
 - ২০. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে নিচের কোন পদার্থটি থাকে না?
 - A) মিথেন
 - B) কার্বন
 - C) অক্সিজেন
 - D) সালফার
 - ১. সম্প্রতি প্রকাশিত ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশোবন্ত কর্তৃক রচিত বইটির নাম কি?
 - A) জিন্নাহ ইন্ডিয়া পার্টিশন ইন্ডিপেন্ড�
 - B) ইমরান খান দ্যা ক্রিকেটার দ্যা প্লে দ্�
 - C) ইন্ডিয়া উইন্স ফ্রিডম
 - D) দ্যা স্পিরিট অব ইসলাম
 - ২. ইসরাইল রাষ্ট্রের জন্ম হয় কত সালে?
 - A) ১৯৪৮ সালে
 - B) ১৯৫০ সালে
 - C) ১৯৫২ সালে
 - D) ১৯৫৩ সালে
 - ৩. উত্তর আমেরিকা মহাদেশের আদিম জনগোষ্ঠীকে কী বলে?
 - A) রেড ইন্ডিয়ান
 - B) পর্তুগিজ
 - C) দিনেমার
 - D) নিগ্রো
 - ৪. পৃথিবীর জনসংখ্যা ৬০০ কোটিতে উন্নীত হয়—
 - A) ১৯৯৩ সালে
 - B) ১৯৯৫ সালে
 - C) ১৯৯৭ সালে
 - D) ১৯৯৯ সালে
 - ৫. CIA-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
 - A) ওয়াশিংটন ডিসি
 - B) নিউইয়র্ক
 - C) ডালাস
 - D) ভার্জিনিয়া
 - ৬. সুয়েজ খালের দৈর্ঘ্য কত?
 - A) ১২০ কিমি
 - B) ১২৫ কিমি
 - C) ১৫০ কিমি
 - D) ১৬২ কিমি
 - ৭. ১৯৯৭ সালে বিশ্ব পরিবেশ সংরক্ষণের জন্য অটোয়ায় স্বাক্ষরিত চুক্তিতে স্বাক্ষর করেনি কোন দেশ-
 - A) যুক্তরাষ্ট্র
 - B) যুক্তরাজ্য
 - C) কানাডা
 - D) কোনোটিই নয়।
 - ৮. সুইজারল্যান্ডের জেনেভা নগরী কোন শিল্পের জন্য বিখ্যাত?
 - A) লৌহ
 - B) বিমান
 - C) ঘড়ি
 - D) কাগজ
 - ৯. ‘হাইডস পার্ক’ কোথায় অবস্থিত?
 - A) রোমে
 - B) বার্লিনে
 - C) কোপেনহেগেনে
 - D) লন্ডনে
 - ১০. ‘ক্ষমতা মানুষকে নীতিগ্রস্ত করে, চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে’—উক্তিটি কার?
 - A) এরিস্টটল
 - B) বার্টার্ন্ড রাসেল
 - C) নার্কস
 - D) ম্যাকাইভার
 - ১১. কোন দেশ বিশ্বকাপ চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি বার (১৯ বার) খেলেছে?
 - A) ব্রাজিল
 - B) আর্জেন্টিনা
 - C) জার্মানি
 - D) ইতালি
 - ১২. আটলান্টিস কত সালে প্রথম মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে?
 - A) ১৯৮১ সালে
 - B) ১৯৭৫ সালে
 - C) ১৯৮৫ সালে
 - D) ১৯৮২ সালে
 - ১৩. ২০০৯ সালে প্রথম বারের মতো অর্থনীতিতে নোবেল বিজয়ী নারী যুক্তরাষ্ট্রের এলিনর অস্ট্রম কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার পান?
 - A) অর্থনীতির উন্নয়নে সহযোগিতা
 - B) অর্থনীতি পরিচালনায় সহযোগিতার ক্ষেত্�
 - C) বাজার-ব্যবস্থার উপর নতুন তত্ত্ব উদ্ভ��
 - D) বাণিজ্যের ধরন বিশ্লেষণের জন্য
 - ১৪. ‘সানরাইজ’ কার বিখ্যাত চিত্রকর্ম-
 - A) ভিনসেন্ট ভ্যানগন
 - B) পাবলো পিকাসো
 - C) ক্লদ মোনে
 - D) মাইকেল এঞ্জেলো
 - ১৫. ‘বার্মার’ নাম কত সালে মায়ানমার-এ রূপান্তরিত হয়?
 - A) ১৯৮৯ সালে
 - B) ১৯৯০ সালে
 - C) ১৯৯১ সালে
 - D) ১৯৯২ সালে
 - ১৬. এশিয়ার কোন দেশে আত্মহত্যার পরিমাণ বেশি?
 - A) ভারত
 - B) বাংলাদেশ
 - C) নেপাল
 - D) শ্রীলঙ্কা
 - ১৭. রবার্ট ভিতেক কোন দেশের ফুটবলার?
 - A) ইংল্যান্ড
 - B) স্লোভাকিয়া
 - C) জার্মানি
 - D) উরুগুয়ে
 - ১৮. ‘জিরো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
 - A) লন্ডনে
 - B) নিউইয়র্কে
 - C) টরন্টোতে
 - D) মুম্বাইয়ে
 - ১৯. ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ‘বিশ্বব্যাংক’ বলতে মূলত কোন সংগঠনকে বুঝায়?
 - A) IBRD
 - B) IDA
 - C) MIGA
 - D) IFC
 - ২০. ভলগা কোন মহাদেশের নদী?
 - A) ইউরোপ
 - B) আফ্রিকা
 - C) আমেরিকা
 - D) এশিয়া
 - ১. দুটি সমান্তরাল রেখা কতগুলো বিন্দুতে ছেদ করে?
 - A) ০
 - B) ১
 - C) ২
 - D) ৪
 - ২. ৩২-এর ২ ভিত্তিক লগারিদম কত?
 - A) ৩
 - B) ৪
 - C) ৫
 - D) ৬
 - ৩. The Value of a machine depreciates 10% annually. If it’s present value is Tk. 4,000, its value after 2 years hence will be-
 - A) 3200
 - B) 3240
 - C) 3260
 - D) 3280
 - ৪. Out of four numbers, the average of first three is 16 and that of the last three is 15. If the last number is 18, the first number is-
 - A) 25
 - B) 23
 - C) 21
 - D) 20
 - ৫. কোনো সংখ্যা ৩৭% হ্রাস পেলে ৩/৮ হয়?
 - A) ২৫/৪২
 - B) ৫/৪২
 - C) ২৫/২৪
 - D) ১৫/৪২
 - ৬. A mother is 3 times as old as her daughter, Six years ago, she was five times as old as her daughter. How old is the daughter now in years?
 - A) 20
 - B) 16
 - C) 14
 - D) 12
 - ৭. ৯৯৫২-এর ১২১/২% সমান কত?
 - A) ৯৯৬
 - B) ১২৪৪
 - C) ২০৪৩
 - D) ৮৯৯
 - ৮. ৬৪ কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে?
 - A) ৯.৬
 - B) ১১.০
 - C) ৪৮.০
 - D) ৫৬.০
 - ৯. ১২, ১৫, ৪৫, ৪৮, ১৪৪-এর পরবর্তী সংখ্যা—
 - A) ১৪৭
 - B) ১৫০
 - C) ১৫৫
 - D) ১৬০
 - ১০. একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
 - A) শূন্য
 - B) ১৪৪
 - C) ২৫৬
 - D) ৪০০
 
ভালো একটা কাজ শুরু করতে যাচছি-জানিনা কি হবে না হবে".সময়ের ফাঁকে ফাঁকে জ্ঞানের এই স্বপ্নিল পথযাএা.