ইন্টারনেটের এই যুগে ভিডিও চ্যাটিং এর বিষয়টি এখন অত্যন্ত জনপ্রিয়। সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ভিডিও চ্যাটিং এর সুবিধা যুক্ত হওয়ায় এর ব্যবহার আরও বেড়ে গেছে। কয়েক মাস হল চালু হওয়া গুগল প্লাস শুরুতেই বাজিমাত করেছে এই ভিডিও চ্যাটিং সুবিধা দিয়েই। পাশাপাশি ফেসবুকেও চালু হয়েছে এই সুবিধা। তবে সরাসরি ভিডিও চ্যাটিং এর পাশাপাশি পিসির যে কোনো কনটেন্ট এর ভিডিও ধারণ করে শেয়ার করার বিষয়টিও এখন অত্যন্ত জনপ্রিয়। ওয়েবক্যাম ছাড়াই এ ধরনের স্ক্রিন ভিডিও ক্যাপচার করা সম্ভব। এই কাজটি করার জন্য রয়েছে বেশকিছু অনলাইন এবং অফলাইন অ্যাপ্লিকেশন। এসব অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলোই আবার পাওয়া যায় বিনামূল্যেই। এরকম কার্যকরী ৫টি স্ক্রিন ভিডিও ক্যাপচার ও স্ট্রিমিং এর অ্যাপ্লিকেশন নিয়েই লেখা।
স্ক্রিন ক্যাসল
খুব সহজেই ব্রাউজার ব্যবহার করে পিসি’র স্ক্রিনের একটি ভিডিও ধারণ করার কার্যকরী একটি টুলের নাম স্ক্রিন ক্যাসল। এর মাধ্যমে পুরো স্ক্রিনকে যেমন ধারণ করা যায়, তেমনি স্ক্রিনের কোনো অংশের ভিডিও ধারণ করতে রেকর্ডিং ফ্রেমের আকৃতিও পরিবর্তন করা যায়। পাশাপাশি রেকর্ডিং ফ্রেমটিকে স্ক্রিনের বিভিন্ন অংশে প্রয়োজন মতো সরানোও যায়। এর মাধ্যমে যতক্ষণ খুশি ভিডিও ধারণ করা যায়। ভিডিও ধারণ শেষ করার পর তা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে আপলোড হয়ে যাবে। আপলোড হবার পর তার প্রিভিউ দেখার লিংক যেমন স্বয়ংক্রিয়ভাবেই দেখা যাবে স্ক্রিন ক্যাসল-এর সাইটে, তেমনি সেখান থেকে পাওয়া যাবে সরাসরি ‘এফএলভি’ ফরম্যাটের ভিডিওটির ডাউনলোড লিংক। পাশাপাশি এইচটিএমএল এমবেডেড কোড এবং আরো বেশ কিছু অপশন। বিনামূল্যের এই সার্ভিসটি ব্যবহার করতে চাইলে ভিজিট করুন www.screencastle.com
পিক্সেটেল
আরেকটি বিনামূল্যের স্ক্রিন রেকর্ডার, ওয়েব ক্যাম রেকর্ডার এবং স্ক্রিন ক্যাপচার টুলের নাম পিক্সেটেল। ছোট্ট এই সফটওয়্যারটি ইন্সটল করে পিসিতে সংযুক্ত ওয়েবক্যাম-এর মাধ্যমে যেমন ভিডিও ধারণ করা যায়, তেমনি ওয়েবক্যাম না থাকলেও পিসি স্ক্রিনের যে কোনো অংশের রিয়েল টাইম ভিডিও ধারণ করা যায়। ভিডিও ধারণ করার পর একে এফএলভি, এভিআই, সোভ, ডাব্লিউএমভি প্রভৃতি ফরম্যাটে সংরক্ষণ করার সুবিধা রয়েছে। আর এর আরেকটি সুবিধঅর দিক হচ্ছে এর মাধ্যমে রেকর্ডকৃত ভিডিও সরাসরি ইউটিউবেও আপলোড করা যায়। www.download.cnet.com/pixetell থেকে এটি ডাউনলোড করা যাবে।
স্ক্রিন আর
স্ক্রিন রেকর্ডিং-এর আরেকটি চমত্কার টুলস স্ক্রিন আর। ব্রাউজারনির্ভর এই রেকর্ডার থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিডিও ধারণ করা যায়। তবে রেকর্ডিং ফ্রেম-এর আকার নির্ধারণ করা যায় আগে থেকেই। ভিডিও ধারণ শেষে এর সাথে ভিডিও’র বর্ণনা বা মন্তব্য যোগ করা যায়। পাশাপাশি সরাসরি এখান থেকে বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কিং বা ভিডিও শেয়ারিং-সাইটে আপলোড করার সুযোগ রয়েছে। আবার এমপি৪ ফরম্যাটে পিসিতেও সংরক্ষণ করা যায় এই ভিডিও। ওয়েব ব্রাউজার নির্ভর এই স্ক্রিন ভিডিও রেকর্ডারও বিনামূল্যেই ব্যবহার করা যায়। ওয়েব ঠিকানা : www.screenr.com
বিবি ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস
ব্ল্যাকবেরি নানান সফটওয়্যার আর অ্যাপ্লিকেশনের জন্য বিখ্যাত। তাদেরও রয়েছে একটি উইন্ডোজ পিসি’র জন্য ভিডিও রেকর্ডিং সফটওয়্যার। এই সফটওয়্যারে রয়েছে দুইটি অংশ— রেকর্ডার এবং প্লেয়ার। রেকর্ডার অংশ ব্যবহার করে খুব সহজেই রেকর্ড করা যায় পুরো স্ক্রিন বা স্ক্রিনের যে কোনো অংশ। শুধু ব্রাউজার উইন্ডোকে রেকর্ড করা যায় এর মাধ্যমে। রেকর্ড করার সাথে সাথেই এর প্লেয়ারে দেখা যায় ভিডিও প্রিভিউ। এর মাধ্যমে এফএলভি এবং এভিআই ফরম্যাটে ভিডিও সংরক্ষণের পাশাপাশি সুযোগ রয়েছে মৌলিক কিছু ভিডিও সম্পাদনা করারও। আবার সরাসরি ইউটিউবে আপলোড করা যায় এর মাধ্যমে। www.bbsoftware.co.uk তে পাওয়া যাবে বিনামূল্যের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
স্ক্রিনকাস্ট ওম্যাটিক
ব্রাউজার নির্ভর আরেকটি স্ক্রিন ক্যাপচার ভিডিও সার্ভিসের নাম স্ক্রিন কাস্ট ওম্যাটিক। খুব সহজেই এর মাধ্যমে স্ক্রিনের যে কোনো অংশের ভিডিও ধারণ করা যায়। এমনকি ভিডিও রেকর্ড শুরু পরেও উইন্ডোর আকৃতি বদল করা যায়। এর ধারণকৃত ভিডিওগুলো সংরক্ষণ করা যায় এমপি৪, এফএলভি বা এভিআই ফরম্যাটে। বিনামূল্যের এই রেকর্ডার দিয়ে সর্বোচ্চ ১৫ মিনিট পর্যন্ত ভিডিও ধারণ করা যায়। বর্তমানে এর মাধ্যমে এনিমেটেড ইমেজ আকারে কোনো একটি অংশ সংরক্ষণ করার সুবিধাও যুক্ত রয়েছে। এর ওয়েব ঠিকানা : www.screencast-o-matic.com