- ১. কোন বিষয়টির অনুবাদে আক্ষরিক অনুবাদই অপরিহার্য?
- A) কাব্যসাহিত্য
- B) দলিল ও আইন
- C) পত্রসাহিত্য
- D) নাট্যসাহিত্য
- ২. ‘শরতের পর বসন্ত আসে’—এখানে অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
- A) বিরতি
- B) স্বল্প বিরতি
- C) দীর্ঘ বিরতি
- D) নৈকট্য
- ৩. ‘আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- A) পর্তুগিজ
- B) ইংরেজি
- C) আরবি
- D) ওলন্দাজ
- ৪. কূপমুণ্ডক-এর আলংকারিক অর্থ কোনটি?
- A) কুয়োর ব্যাঙ
- B) সংকীর্ণমনা ব্যক্তি
- C) মূর্খ ব্যক্তি
- D) নির্বোধ
- ৫. শিস ধ্বনি কোনগুলো?
- A) ড়, ঢ়, র
- B) শ, স, ন
- C) শ, স, ষ
- D) চ, ছ, জ
- ৬. ভাষার মূল উপাদান কী?
- A) ধ্বনি
- B) বর্ণ
- C) শব্দ
- D) বাক্য
- ৭. ‘ষোড়শ’ কোন শ্রেণীর সন্ধি?
- A) স্বর সন্ধি
- B) ব্যঞ্জন সন্ধি
- C) বিসর্গ সন্ধি
- D) নিপাতনে সিদ্ধ
- ৮. কৃষ্ণরাম দাস কোন শতকের কবি?
- A) ষোড়শ
- B) সপ্তদশ
- C) অষ্টাদশ
- D) চতুর্দশ
- ৯. দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে? কোন কারকে কোন বিভক্তি?
- A) সম্প্রদানে ষষ্ঠী
- B) অপাদানে ষষ্ঠী
- C) কর্তৃকারকে ষষ্ঠী
- D) খ ও গ দুটিই সঠিক
- ১০. তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি-কী জাতীয় বাক্য—
- A) সরল
- B) জটিল
- C) যৌগিক
- D) মিশ্র
- ১১. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- A) হিম
- B) শীতল
- C) শৈত্য
- D) উত্তাপ
- ১২. ‘সন্ধি’—ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- A) ধ্বনিতত্ত্বে
- B) শব্দতত্ত্বে
- C) বাক্যতত্ত্বে
- D) অর্থতত্ত্বে
- ১৩. বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?
- A) বিষ্ণু দে
- B) রবীন্দ্রনাথ ঠাকুর
- C) বুদ্ধদেব বসু
- D) সত্যেন সেন
- ১৪. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
- A) সমীভবন
- B) বিষমী ভবন
- C) ব্যঞ্জনদ্বিত্বতা
- D) ব্যঞ্জন বিকৃতি
- ১৫. ‘ঝড়’-এর প্রতিশব্দ কোনটি?
- A) অলক
- B) বাত্যা
- C) ঝটিকা
- D) খ+গ
- ১৬. নত্ব বিধি সাধারণত কোন শব্দে ব্যবহূত হয়?
- A) দেশি
- B) বিদেশি
- C) তৎসম
- D) তদ্ভব
- ১৭. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
- A) ওরা কী করে
- B) আপনি আসবেন
- C) তোরা খাসনে
- D) আমরা যাচ্ছি
- ১৮. ‘আমকুড়ানো’ কোন সমাস?
- A) কর্মধারয়
- B) তত্পুরুষ
- C) বহুব্রীহি
- D) অব্যয়ীভাব
- ১৯. ‘বধ’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
- A) হন+অল
- B) বধ+শূন্য
- C) হন্+অল
- D) ব+ধ
- ২০. ‘মুখরা রমণী বশীকরণ’ এর রচয়িতা কে?
- A) আবদুল্লাহ আল মামুন
- B) মুনীর চৌধুরী
- C) আল মাহমুদ
- D) আহসান হাবিব
- ১. ‘Bankrupt’ is - .
- A) a person who is unable to pay his debts
- B) a person who believes in paying debts
- C) a person concerned with a bank
- D) none of these
- ২. Choose the correct sentence.
- A) He was hunged for murder.
- B) He has been hunged for murder.
- C) He has been hanged for murder.
- D) He had been hanged for murder.
- ৩. Portion: Separate:: Part: ?
- A) whole
- B) integrate
- C) classification
- D) isolate
- ৪. Change the voice-'We are going to develop a new project.'
- A) A new product is being gone to be developed by us
- B) A new product is going to be developed by us
- C) A new product is to be developed by us.
- D) A new product is being developed by us
- ৫. Which one is correct?
- A) archaiology
- B) archaeology
- C) archieology
- D) archeology
- ৬. Instead of ‘postpone’ we can say—
- A) hold by
- B) hold up
- C) hold over
- D) hold out
- ৭. The adjective of ‘God’ is -
- A) Goody
- B) godly
- C) goddess
- D) godchild
- ৮. ‘Paradise Lost’ attempted to—.
- A) justify the ways of man to God.
- B) justify the ways of God to man.
- C) show that the Satan and God have equal power.
- D) explain why good evil are necessary.
- ৯. Abu was dismissed from his position—
- A) because his financial records were improperly.
- B) because finance wise he kept poor records
- C) for keeping improper financial records
- D) for keep financial records the were improper.
- ১০. Archives : Records
- A) Clothes : Shoes
- B) Catalog : Shelves
- C) Pedestal : Statue
- D) Aviary : Birds
- ১১. People always remember patriots. — Which of the following is the best passive form of the above sentence?
- A) The Patriots will always be remembered by people.
- B) The patriots are always being remembered.
- C) People are always remembered by the patriots.
- D) Patriots are always remembered by the people.
- ১২. Select the best option: The phone rang but I didn't hear it. I -- asleep.
- A) should have
- B) must have
- C) must have been
- D) must be
- ১৩. A complex sentence has—.
- A) one principal clause and one or more subordinate clauses
- B) one subject and more subordinate clauses
- C) one principal verb and one clause
- D) none
- ১৪. We (not have) a holiday since the beginning of the year — Which of the following verb forms does best complete the above sentence?
- A) did not have
- B) have not had
- C) are not having
- D) had not had
- ১৫. `Paradise Lost’ attempted to —
- A) Justify the ways of man to God
- B) Justify the ways of God to man
- C) Show that the Satan and God have equal power.
- D) Explain why good and evil are necessary.
- ১৬. What parts of speech is ‘beautiful’ She is a beautiful lady.
- A) A conjunction
- B) an adverb
- C) an adjective
- D) a noun
- ১৭. Who wrote the play ‘Beggars’ Opera?
- A) G. B. Shaw
- B) John Goy
- C) John Gals worthy
- D) Thomas Hardy
- ১৮. The writer of the book ‘The social contract’—
- A) Bertrand Russell
- B) Rousseau
- C) G B Shaw
- D) Voltaire
- ১৯. The opposite of the word ‘flexible’ is—
- A) plastic
- B) rigid
- C) elastic
- D) changing
- ২০. ‘Casabianca’ was written by—
- A) Emily Dickinson
- B) Felicia Hemans
- C) Anne Bronte
- D) Keats
- ১. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
- A) নাফ
- B) কর্ণফুলী
- C) ভাগীরথী
- D) পদ্মা
- ২. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
- A) পঞ্চগড়
- B) নীলফামারী
- C) জয়পুরহাট
- D) কিশোরগঞ্জ
- ৩. কার সময়ে বাংলা নববর্ষ চালু করা হয়—
- A) বিজয় সেন
- B) সম্রাট আকবর
- C) লক্ষ্মণ সেন
- D) মহীপাল
- ৪. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত (২০০৯-২০১০ সাল)?
- A) ২.০৩
- B) ১.৩২
- C) ১.৮৯
- D) ২.০১
- ৫. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
- A) নদীয়ায়
- B) চাঁদপুরে
- C) বারাসাতে
- D) নারিকেলবাড়িয়ায়
- ৬. ‘পাটবলয়’ অঞ্চল কোথায় অবস্থিত?
- A) ময়মনসিংহ-ঢাকা-কুমিল্লা
- B) কুমিল্লা-ময়মনসিংহ-নেত্রকোনা
- C) বগুড়া-রাজশাহী-পাবনা
- D) ঢাকা-টাঙ্গাইল-মানিকগঞ্জ
- ৭. বাংলাদেশ কবে থেকে মুদ্রানীতি ঘোষণাপত্র প্রকাশ করে?
- A) ২০১০ জানুয়ারি
- B) মার্চ ২০০৮ থেকে
- C) জানুয়ারি ২০০৬ থেকে
- D) মে ২০০৯ থেকে
- ৮. বাংলাদেশে বর্তমানে কয়টি ইপিজেড রয়েছে?
- A) ৮টি
- B) ৪টি
- C) ৫টি
- D) ৭টি
- ৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম—
- A) জর্জ হ্যারিসন
- B) ক্লিন রিচার্ড
- C) স্টোন হাউজ
- D) ডব্লিউ এ এস ওভারল্যান্ড
- ১০. ‘সত্যাগ্রহ’ আন্দোলনের জনক কে?
- A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- B) মহাত্মা গান্ধী
- C) চিত্তরঞ্জন দাস
- D) নেহরু
- ১১. মৌর্য ও গুপ্ত শাসনাধীন বাংলার রাজধানী ‘পুন্ড্রনগর’ কোথায় ছিল?
- A) বগুড়ায়
- B) কুমিল্লায়
- C) রাজশাহীতে
- D) পাহাড়পুরে
- ১২. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত?
- A) ২০ মিটার
- B) ২১ মিটার
- C) ৩০ মিটার
- D) ৩১ মিটার
- ১৩. মোহাম্মদপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর প্রথম নৌ পুলিশ ফাঁড়ি চালু হয় কবে?
- A) ১৭ জুলাই ২০১০
- B) ১৮ জুলাই ২০১০
- C) ১৯ জুলাই ২০১০
- D) ২০ জুলাই ২০১০
- ১৪. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে?
- A) ফখরুদ্দিন মোবারক শাহ
- B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
- C) আকবর
- D) ঈসা খাঁ
- ১৫. ‘ব্রডগেজ’ রেলপথের প্রস্থ কত মিটার?
- A) ১.৬৮ মিটার
- B) ১.৫৭ মিটার
- C) ১.৭৫ মিটার
- D) ১.৮৬ মিটার
- ১৬. বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত ডেসিমেল?
- A) ২৫
- B) ১৪
- C) ২১
- D) ২৭
- ১৭. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের তত্কালীন প্রধানমন্ত্রী ছিলেন?
- A) খাজা নাজিম উদ্দীন
- B) নূরুল আমিন
- C) ইস্কান্দার মির্জা
- D) লিয়াকত আলী খান
- ১৮. মেঘনা নদী দুই ভাগ হয়ে কী নামে প্রবাহিত হয়েছে?
- A) সুরমা
- B) কুশিয়ারা
- C) গোমতী
- D) A + B
- ১৯. ১৯৮৯ সালে স্থাপিত বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কর্তৃক প্রথম ছাপানো নোট কোনটি?
- A) এক টাকা
- B) দশ টাকা
- C) একশত টাকা
- D) সবগুলোই
- ২০. কিশোর অপরাধীর অন্তর্ভুক্তদের বয়সসীমা কত?
- A) ৭-১৬ বছর
- B) ৮-১৮ বছর
- C) ৭-১৯ বছর
- D) ৬-১৭ বছর
- ১. ‘ফিলিস্তিন’ রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
- A) ভারত
- B) সৌদি আরব
- C) আলজেরিয়া
- D) ইরাক
- ২. ভিনসেট ভ্যানগগ কোন দেশের বিখ্যাত চিত্রকর?
- A) ফ্রান্স
- B) ইতালি
- C) নেদারল্যান্ড
- D) রাশিয়া
- ৩. অং সান সুচি কে?
- A) দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী
- B) জাপানের নেত্রী
- C) মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী
- D) হংকংয়ের মন্ত্রী
- ৪. হোসে মরিনহো কে?
- A) একজন স্ট্রাইকার
- B) একজন অভিনেতা
- C) একজন ফুটবল কোচ
- D) একজন রাগবি খেলোয়াড়
- ৫. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
- A) কাস্পিয়ান সাগর
- B) বৈকাল হ্রদ
- C) ইয়াংসিকিয়াং হ্রদ
- D) কোনোটিই নয়
- ৬. পৃথিবীর প্রায় অর্ধেক কফি কোথায় উৎপন্ন হয়?
- A) ইউরোপে
- B) দক্ষিণ আমেরিকায়
- C) আফ্রিকায়
- D) অস্ট্রেলিয়ায়
- ৭. স্যামুয়েল ইতো কোন দেশের ফুটবল খেলোয়াড়?
- A) ক্যামেরুন
- B) ইতালি
- C) অস্ট্রেলিয়া
- D) প্যারাগুয়ে
- ৮. বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে দ্রুততম গোল (১১ সেকেন্ড) করেন কে?
- A) হাকান সুকুর
- B) ম্যারাডোনা
- C) ওলেগ সালেঙ্কো
- D) ক্লদিও ক্যানিজিয়া
- ৯. উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
- A) তিন বছর
- B) চার বছর
- C) পাঁচ বছর
- D) ছয় বছর
- ১০. ১৮৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট কৃতদাস প্রথা বিলোপ করেন?
- A) জন এডামস
- B) এন্ডু জনসন
- C) আব্রাহম লিংকন
- D) উড্রো ইউলসন
- ১১. মারকেজ ব্যাংকার্সি কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?
- A) ইরান
- B) তুরস্ক
- C) কিউবা
- D) সুদান
- ১২. বিশ্ব সাক্ষরতা দিবস কত তারিখে পালিত হয়?
- A) ২১ সেপ্টেম্বর
- B) ১৪ অক্টোবর
- C) ৫ অক্টোবর
- D) ৮ সেপ্টেম্বর
- ১৩. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- A) আসাম
- B) মণিপুর
- C) নাগাল্যান্ড
- D) মিজোরাম
- ১৪. কিউবা-ফ্লোরিডাকে পৃথককারী প্রণালী কোনটি?
- A) মালাক্কা প্রণালী
- B) সুন্দা প্রণালী
- C) ফ্লোরিডা প্রণালী
- D) ডোভার প্রণালী
- ১৫. পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটি?
- A) ইউরোপ
- B) উত্তর আমেরিকা
- C) অস্ট্রেলিয়া
- D) আফ্রিকা
- ১৬. ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে কয়টি দেশ খেলেছিল?
- A) ১০টি
- B) ১৩টি
- C) ৯টি
- D) ৭টি
- ১৭. ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ—
- A) ভলপা
- B) মাউন্ট ব্ল্যাক
- C) এভারেস্ট
- D) স্ট্যানলি
- ১৮. ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় কবে?
- A) ১৯০০ সালে
- B) ১২০০ সালে
- C) ১২১৫ সালে
- D) ১২২৫ সালে
- ১৯. ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমানে কয়টি দেশ সদস্য?
- A) ২৭টি
- B) ১৭টি
- C) ৩৭টি
- D) ৭টি
- ২০. নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
- A) ৮টি
- B) ৯টি
- C) ১০টি
- D) ১১টি
- ১. ১.১, .০১ ও .০০১১-এর সমষ্টি কত?
- A) ১.১১১১
- B) ০.০১১১১
- C) ১১.১১০১
- D) ১.১০১১১
- ২. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
- A) ১৮০°
- B) ২৭০°
- C) ৩৬০°
- D) ৫৪০°
- ৩. লিপ ইয়ার কত বছর পর পর গণনা করা হয়?
- A) ৩ বছর
- B) ৪ বছর
- C) ৮ বছর
- D) ৬ বছর
- ৪. ১ হেক্টর সমান কত বর্গমিটার?
- A) ১০,০০০
- B) ৮০০০
- C) ১০০০
- D) ১০০
- ৫. ৯৯৫২-এর ১২১/২% সমান কত?
- A) ৯৯৬
- B) ১২৪৪
- C) ২০৪৩
- D) ৮৯৯
- ৬. ২ ও ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
- A) ১১টি
- B) ১০টি
- C) ৯টি
- D) ৮টি
- ৭. Which of the following integers has the most divisors?
- A) ৮৮
- B) ৯১
- C) ৯৫
- D) ৯৯
- ৮. x-এর মান কত হলে a(x-a)=b(x-b) হবে?
- A) 1
- B) a-b
- C) a+b
- D) b-a
- ৯. The Value of a machine depreciates 10% annually. If it’s present value is Tk. 4,000, its value after 2 years hence will be-
- A) 3200
- B) 3240
- C) 3260
- D) 3280
- ১০. আধুনিক জ্যামিতির ভিত্তি ‘ইলিমেন্টস’ গ্রন্থটির রচয়িতা কে?
- A) ইউক্লিড
- B) সক্রেটিস
- C) ডেমেক্রিটাস
- D) প্লেটো
- ১. কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
- A) ক্যামসিসিন
- B) ভিটামিন সি
- C) ভিটামিন ই
- D) ভিটামিন এ
- ২. মানুষের ক্রোমোজমের সংখ্যা কত?
- A) ২৩ জোড়া
- B) ২৪ জোড়া
- C) ২৫ জোড়া
- D) ২৬ জোড়া
- ৩. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয়
- A) তরল পদার্থ
- B) বায়বীয় পদার্থ
- C) নরম পদার্থ
- D) কঠিন পদার্থ
- ৪. ডিজিটাল ঘড়িতে যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
- A) এলইডি
- B) আইসি
- C) এলসিডি
- D) সিলিকন চিপ
- ৫. কোন বিজ্ঞানীকে বংশগতি বিদ্যার জনক বলা হয়?
- A) ডারউইন
- B) গ্রেগর জোহান মেন্ডেল
- C) পিস্টলি
- D) আইনস্টাইন
- ৬. ডিমের হলুদ অংশে কী পাওয়া যায়?
- A) ফসফরাস
- B) গন্ধক
- C) অ্যালুমিনিয়াম
- D) লোহা
- ৭. বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিস্ত্রিরা সাধারণত হাতে কী ব্যবহার করে থাকেন?
- A) পিতলের দস্তানা
- B) প্লাস্টিকের দস্তানা
- C) রুপার দস্তানা
- D) রাবারের দস্তানা
- ৮. কোথায় দিন-রাত সর্বত্র সমান?
- A) মেরু অঞ্চলে
- B) নিরক্ষরেখায়
- C) উত্তর গোলার্ধে
- D) দক্ষিণ গোলার্ধে
- ৯. পানির গভীরতা মাপার একক কী?
- A) বেল
- B) ফ্যাদম
- C) নটিক্যাল
- D) ক্যারেট
- ১০. কাজ করার সামর্থ্যকে কী বলে?
- A) ক্ষমতা
- B) কার্য ক্ষমতা
- C) বল
- D) শক্তি
ভালো একটা কাজ শুরু করতে যাচছি-জানিনা কি হবে না হবে".সময়ের ফাঁকে ফাঁকে জ্ঞানের এই স্বপ্নিল পথযাএা.