শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

model test 10


  • ১. প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী?
  • A)  ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য
  • B)  শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
  • C)  ধ্বনি, শব্দ বাক্য, অর্থ
  • D)  অনুসর্গ, উপসর্গ, শব্দ, ধ্বনি
  •  
  • ২. ‘নদী’—কী বাচক বিশেষ্য পদ?
  • A)  গুণবাচক বিশেষ্য
  • B)  জাতিবাচক বিশেষ্য
  • C)  সমষ্টিবাচক বিশেষ্য
  • D)  পূরণবাচক বিশেষ্য
  •  
  • ৩. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’—এ বাক্যে ‘নিশীথ’ কোন পদ?
  • A)  ক্রিয়া
  • B)  বিশেষ্য
  • C)  বিশেষণ
  • D)  ক্রিয়া বিশেষণ
  •  
  • ৪. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
  • A)  বিষমীভবন
  • B)  সমীভবন
  • C)  স্বরসঙ্গতি
  • D)  সমীকরণ
  •  
  • ৫. ‘সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত’—এই উক্তিটি কার?
  • A)  প্রমথ চৌধুরী
  • B)  কাজী নজরুল ইসলাম
  • C)  রবীন্দ্রনাথ ঠাকুর
  • D)  মোহাম্মদ লুৎফর রহমান
  •  
  • ৬. স্বধর্মচ্যুত-কোন সমাস?
  • A)  কর্মধারয়
  • B)  তত্পুরুষ
  • C)  বহুব্রীহি
  • D)  অব্যয়ীভাব
  •  
  • ৭. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ কী?
  • A)  স্বাভাবিক
  • B)  প্রকৃত
  • C)  যথার্থ
  • D)  প্রকৃতি
  •  
  • ৮. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি?
  • A)  ইউসুফ জুলেখা
  • B)  রসুল বিজয়
  • C)  নূরনামা
  • D)  শবেমেরাজ
  •  
  • ৯. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে?
  • A)  কাল ও দেশভেদে
  • B)  পরিবেশ ও অঞ্চলভেদে
  • C)  দেশ, কাল ও পরিবেশভেদে
  • D)  কাল ও স্থানভেদে
  •  
  • ১০. ‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?
  • A)  মধুসূদন দত্ত
  • B)  ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • C)  রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • D)  বিহারীলাল চক্রবর্তী
  •  
  • ১১. বাংলা মৌলিক নাটক শুরু হয় কোন নাট্যকারের হাতে?
  • A)  মধুসূদন দত্ত
  • B)  দীনবন্ধু মিত্র
  • C)  রবীন্দ্রনাথ ঠাকুর
  • D)  রামনারায়ণ তর্করত্ন
  •  
  • ১২. ‘সবুজ পত্র’ বাংলা সাহিত্য কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?
  • A)  চলতি
  • B)  বাংলা
  • C)  সাধু
  • D)  সংস্কৃতি
  •  
  • ১৩. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
  • A)  আলওল
  • B)  ফকীর গরীবুল্লাহ
  • C)  সৈয়দ আমজা
  • D)  মজনু শাহ
  •  
  • ১৪. বেগম রোকেয়ার রচনা কোনটি?
  • A)  আয়না
  • B)  অবরোধবাসিনী
  • C)  লাল সালু
  • D)  কবর
  •  
  • ১৫. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
  • A)  বর্ণ
  • B)  শব্দ
  • C)  ধ্বনি
  • D)  কথা
  •  
  • ১৬. কাহ্নপা কয়টি পদ রচনা করেন?
  • A)  ১১টি
  • B)  ১২টি
  • C)  ১৩টি
  • D)  ১৪টি
  •  
  • ১৭. কোনটি ব্যবসায়িক পত্র?
  • A)  ম্যানেজার পদের জন্য আবেদন
  • B)  সবুজ বিপ্লবের তাৎপর্য জানিয়ে বন্ধুকে
  • C)  দূষণমুক্ত পরিবেশ শীর্ষক প্রতিবেদন।
  • D)  হারানো মালের জন্য ক্ষতিপূরণ চেয়ে আবে��
  •  
  • ১৮. ‘বীরবল’ কার ছদ্মনাম?
  • A)  প্রমথ চৌধুরী
  • B)  প্রেমেন্দ্র মিত্র
  • C)  রাজশেখর বসু
  • D)  প্রমথনাথ বিশী
  •  
  • ১৯. বাংলা ভাষার আদি কবি কে?
  • A)  কাহ্নপা
  • B)  লুইপা
  • C)  কৃষ্ণপা
  • D)  হরপ্রসাদ শাস্ত্রী
  •  
  • ২০. বাংলা বর্ণমালার স্বরবর্ণ কয়টি?
  • A)  ১০টি
  • B)  ১১টি
  • C)  ১২টি
  • D)  ১৩টি
  •  
    • ১. If a ruby is heated it — temporarily loose its colour.
    • A)  would
    • B)  will
    • C)  does
    • D)  has
    •  
    • ২. ‘How dare you wake me up?’ the lion roared at the cat. Make is indirect speech.
    • A)  The lion said the cat why it got him up.
    • B)  The lion roared and said to the cat how he wake him up.
    • C)  The lion roared and asked the cat how it dared to wake him up.
    • D)  The lion questioned the cat about reason of his waking.
    •  
    • ৩. What are the appropriate synogms of 'menacing'?
    • A)  pleasing
    • B)  threatening
    • C)  displeasing
    • D)  well-meaning
    •  
    • ৪. A reward has been announced for the employees who — hard.
    • A)  have worked
    • B)  has worked
    • C)  will work
    • D)  have had worked
    •  
    • ৫. Verb of the word ‘popular’ is—
    • A)  Popuale
    • B)  papularity
    • C)  popularize
    • D)  population
    •  
    • ৬. Now a days many villages are lit — electricity.
    • A)  with
    • B)  by
    • C)  from
    • D)  on
    •  
    • ৭. Eager : Indifferent :
    • A)  Concerned : careful
    • B)  Anxious : nervous
    • C)  Enthusiastic : half-hearbd
    • D)  Devated : dedicated
    •  
    • ৮. The children studied in a classroom — windows were never opened.
    • A)  that
    • B)  which
    • C)  where
    • D)  whose
    •  
    • ৯. The synonym of “amity” is —
    • A)  friendship
    • B)  hostile
    • C)  cruel
    • D)  benevolent
    •  
    • ১০. Samira left the hall---- bag & baggage.
    • A)  with
    • B)  by coming
    • C)  by
    • D)  None of them
    •  
    • ১১. He laughs -- the lame man.
    • A)  to
    • B)  at
    • C)  with
    • D)  for
    •  
    • ১২. ‘Noxious’ means.....
    • A)  Innocous
    • B)  Harmful
    • C)  Good
    • D)  Harmless
    •  
    • ১৩. The Changes in this city have occurred
    • A)  with swiftness
    • B)  rapidly
    • C)  fastly
    • D)  in rapid ways.
    •  
    • ১৪. The Antonym of "Fair"
    • A)  Ugly
    • B)  happy
    • C)  dirty
    • D)  sorrow
    •  
    • ১৫. The correct sentence of the following:
    • A)  The Surma is longest the river in Bangladesh.
    • B)  The Surma is longest river in the Bangladesh.
    • C)  Surma is longest river in Bangladesh.
    • D)  The Surma is the longest river in Bangladesh.
    •  
    • ১৬. He took an umbrella lest it-.
    • A)  rained
    • B)  would rain
    • C)  should rain
    • D)  rains
    •  
    • ১৭. ‘The Mayor of Caster bridge’ is written by—.
    • A)  Thomas Hardy
    • B)  Ernest Hemingway
    • C)  Henric Ibsen
    • D)  Rudyard Kipling.
    •  
    • ১৮. ‘of human Bondage’ is written by—
    • A)  G. B. Shaw
    • B)  Somerset Maugham
    • C)  E. Hemingway
    • D)  Bertrand Russell
    •  
    • ১৯. Which is the correct negative of ‘God alone sees all.’
    • A)  God does not see all alone.
    • B)  God never does see all alone.
    • C)  None but God sees all.
    • D)  None except God sees all.
    •  
    • ২০. Which one is not example of comparative degree?
    • A)  upper
    • B)  worst
    • C)  highest
    • D)  less
    •  
      • ১. বাংলাদেশি টাকার ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালু হয় কবে থেকে?
      • A)  ১ জানুয়ারি ২০০৫
      • B)  ৩১ মে ২০০৩
      • C)  ১ জুন ২০০৯
      • D)  ১ জুলাই ২০০৮
      •  
      • ২. "চন্দ্রদ্বীপ" কোন স্থানের পুরাতন নাম ছিল?
      • A)  নোয়াখালী
      • B)  বরিশাল
      • C)  কক্সবাজার
      • D)  ভোলা
      •  
      • ৩. বাংলাদেশে কোন শিক্ষা আইনত বাধ্যতামূলক?
      • A)  ইংরেজি
      • B)  বাংলা শিক্ষা
      • C)  প্রাথমিক শিক্ষা
      • D)  ওপরের সবই
      •  
      • ৪. শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশের সংবিধানের কত নং ধারায় বর্ণিত আছে?
      • A)  ১৬ নং ধারায়
      • B)  ২৬ নং ধারায়
      • C)  ১৩ নং ধারায়
      • D)  ১৭ নং ধারায়
      •  
      • ৫. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার হবে?
      • A)  ৬.১৫ কিমি
      • B)  ৭.২৮কিমি
      • C)  ৮.১১কিমি
      • D)  ৭.০১ কিমি
      •  
      • ৬. প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত নয় নিচের কোন জেলা?
      • A)  ঢাকা
      • B)  কুমিল্লা
      • C)  ময়মনসিংহ
      • D)  ফরিদপুর
      •  
      • ৭. পদ্মা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
      • A)  হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে
      • B)  হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গ থেকে
      • C)  লুসাই পাহাড় থেকে
      • D)  নাগা ও মনিপুরের দক্ষিণ ঢাল থেকে
      •  
      • ৮. সিপাহী বিপ্লব কত সালে সংঘটিত হয়?
      • A)  ১৮২৮ সালে
      • B)  ১৮৫৬ সালে
      • C)  ১৮৬০ সালে
      • D)  ১৮৫৭ সালে
      •  
      • ৯. বাংলাদেশে "মহিষ প্রজনন কেন্দ্র" কোথায় অবস্থিত?
      • A)  সিলেট
      • B)  বাগেরহাট
      • C)  চাঁদপুর
      • D)  ময়মনসিংহ
      •  
      • ১০. ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্ট ২০০৯ অনুযায়ী ২০০৭ সালে মানব-দরিদ্রের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?
      • A)  ৯৮তম
      • B)  ১১৩তম
      • C)  ১২৮তম
      • D)  ৭৬তম
      •  
      • ১১. ‘ছিয়াত্তরের মস্বত্তর’ হয়েছিল ইংরেজি কত সালে?
      • A)  ১১৭৬ সালে
      • B)  ১১৭০ সালে
      • C)  ১৭৭০ সালে
      • D)  ১১৭৮ সালে
      •  
      • ১২. কৃষি কাজে কোন সার সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহূত হয়?
      • A)  ইউরিয়া
      • B)  টিএসপি
      • C)  ডিএসপি
      • D)  জিংক
      •  
      • ১৩. পূর্বাশা দ্বীপের অপর নাম—
      • A)  নিঝুম দ্বীপ
      • B)  সেন্টমার্টিন দ্বীপ
      • C)  দক্ষিণ তালপট্টি
      • D)  কুতুবদিয়া
      •  
      • ১৪. জাতীয় সংসদ ভবন কোন থানায় অবস্থিত?
      • A)  শেরে বাংলা নগর থানা
      • B)  তেজগাঁও থানা
      • C)  মোহাম্মদপুর থানা
      • D)  আদাবর থানা
      •  
      • ১৫. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ ছিল?
      • A)  ১০টি
      • B)  ১১টি
      • C)  ১২টি
      • D)  ৯টি
      •  
      • ১৬. জিয়াউর রহমান মেডিকেল কলেজ কোন জেলায় অবস্থিত?
      • A)  ফেনী
      • B)  বগুড়া
      • C)  সিলেট
      • D)  চট্টগ্রাম
      •  
      • ১৭. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় অবস্থিত?
      • A)  সিলেট
      • B)  খুলনা
      • C)  চাঁপাইনবাবগঞ্জ
      • D)  কুষ্টিয়া
      •  
      • ১৮. ১৭ জুলাই ২০১০ বাণিজ্যিক ভিত্তিতে দেশের প্রথম সৌর সেচ প্রকল্প চালু হয় কোন জেলায়?
      • A)  বরগুনা
      • B)  পটুয়াখালী
      • C)  ঝালকাঠি
      • D)  ভোলা
      •  
      • ১৯. ছয়দফা প্রণীত হয় কোন সালে?
      • A)  ১৯৬০
      • B)  ১৯৬৫
      • C)  ১৯৬৬
      • D)  ১৯৬৯ সালে
      •  
      • ২০. বাংলাদেশে এ যাবৎ আবিষ্কৃত মোট গ্যাসক্ষেত্রের সংখ্যা কয়টি?
      • A)  ২৮টি
      • B)  ২৩টি
      • C)  ২৪টি
      • D)  ২১টি
      •  
        • ১. সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে?
        • A)  অগাস্ট কোঁৎ
        • B)  কার্ল মার্ক্স
        • C)  প্লেটো
        • D)  ম্যাকাইভার
        •  
        • ২. সম্প্রতি কবে বেলারুশ-রাশিয়া গ্যাস ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়?
        • A)  ১ জুলাই, ২০১০
        • B)  ২ জুলাই, ২০১০
        • C)  ৫ জুলাই, ২০১০
        • D)  ৭ জুলাই, ২০১০
        •  
        • ৩. ‘বন্দর আব্বাস’ কোন দেশের সমুদ্রবন্দর?
        • A)  ইরাক
        • B)  ইয়েমেনে
        • C)  জর্ডান
        • D)  ইরান
        •  
        • ৪. ভারতের কোন প্রদেশটিকে চীন তাদের একাংশ বলে দাবি করে-
        • A)  মিজোরাম
        • B)  মনিপুর
        • C)  অরুনাচল
        • D)  ত্রিপুরা
        •  
        • ৫. মার্কিন যুক্তরাষ্ট্রের “আরিফজান” সামরিক ঘাটি কোথায়?
        • A)  কুয়েত
        • B)  ইরাক
        • C)  আফগানিস্তান
        • D)  সৌদি আরব
        •  
        • ৬. ভারতের শেষ বড় লাট কে ছিলেন?
        • A)  লর্ড মাউন্টব্যাটেন
        • B)  লর্ড মিন্টো
        • C)  লর্ড কার্জন
        • D)  লর্ড ওয়াভেন
        •  
        • ৭. কিউবা সংকট কত সালে সংঘটিত হয়?
        • A)  ১৯৬০ সালে
        • B)  ১৯৬২ সালে
        • C)  ১৯৬৩ সালে
        • D)  ১৯৭৩ সালে
        •  
        • ৮. ‘ওয়াফা’ কোন দেশের সংবাদ সংস্থা?
        • A)  ভারত
        • B)  ফিলিস্তিন
        • C)  ইরান
        • D)  ইসরায়েল
        •  
        • ৯. বিশ্বকাপ ফুটবলের এক আসরে ১৩টি গোল করেছিলেন কে?
        • A)  রোনালদো
        • B)  লিওডিনাস
        • C)  জিনেদিন জিদান
        • D)  জাঁ ফন্টেইন
        •  
        • ১০. ‘ল্যারি কিং’ কে?
        • A)  একজন ফুটবলার
        • B)  একজন সাংবাদিক
        • C)  একজন বেসবল খেলোয়াড়
        • D)  একজন অভিনেতা
        •  
        • ১১. কোন Treaty-এর মধ্য দিয়ে ১৯৯৯ সালে ‘ইউরো’ মুদ্রা চালু হয়?
        • A)  Fouchet treaty
        • B)  Treaty of Amsterdum
        • C)  Rome treaty
        • D)  Mastricht treaty
        •  
        • ১২. ‘ইকোনমিস্ট’ পত্রিকা প্রকাশিত হয় কোথা থেকে?
        • A)  লন্ডন
        • B)  রোম
        • C)  নিউইয়র্ক
        • D)  মস্কো
        •  
        • ১৩. পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি?
        • A)  লাপাজ
        • B)  বোগোতা
        • C)  লিমা
        • D)  বুয়েনস এইরেস
        •  
        • ১৪. ইউরো মুদ্রাব্যবস্থা চালু হয় কবে থেকে?
        • A)  ২০০২ সালে
        • B)  ২০০১ সালে
        • C)  ২০০৩ সালে
        • D)  ২০০৪ সালে
        •  
        • ১৫. কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি?
        • A)  জাপানে
        • B)  চীনে
        • C)  ব্রিটেনে
        • D)  ইন্দোনেশিয়ায়
        •  
        • ১৬. ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর লকারবি বিমান দুর্ঘটনার মূল নায়ক আবদেল বাসেত মোহাম্মদ আল মেগরাহি কবে মুক্তি পান?
        • A)  ২০ জুলাই ২০০৯
        • B)  ২০ আগস্ট ২০০৯
        • C)  ২৫ মে ২০০৯
        • D)  ৩০ জুলাই ২০০৯
        •  
        • ১৭. ইরাকের রাজধানী বাগদাদের উপকণ্ঠে অবস্থিত আবু গারিব কারাগারে নির্যাতনকারী মার্কিন সেনা হচ্ছেন-
        • A)  লিন্ডিইল্যান্ড
        • B)  টমি ফ্রাঙ্ক
        • C)  টোমারোজ
        • D)  সবগুলোই
        •  
        • ১৮. বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কোনটি?
        • A)  পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি
        • B)  গাড়ির ব্যবহার বৃদ্ধি
        • C)  গ্যাস উৎপাদন বৃদ্ধি
        • D)  কোনোটি নয়
        •  
        • ১৯. সম্প্রতি কবে যুক্তরাষ্ট্র-পোল্যান্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়?
        • A)  ২ জুলাই, ২০১০
        • B)  ৪ জুলাই, ২০১০
        • C)  ৭ জুলাই, ২০১০
        • D)  ১২ জুলাই, ২০১০
        •  
        • ২০. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
        • A)  মিন্দানাও
        • B)  গ্রিনল্যান্ড
        • C)  জাভা
        • D)  মাদাগাস্কার
        •  
          • ১. ৬৪ কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে?
          • A)  ৯.৬
          • B)  ১১.০
          • C)  ৪৮.০
          • D)  ৫৬.০
          •  
          • ২. কোনো সংখ্যা ৩৭% হ্রাস পেলে ৩/৮ হয়?
          • A)  ২৫/৪২
          • B)  ৫/৪২
          • C)  ২৫/২৪
          • D)  ১৫/৪২
          •  
          • ৩. ৮, ১১, ১৭, ২৯, ৫,—। পরবর্তী সংখ্যাটি কত?
          • A)  ৫৯
          • B)  ৭৫
          • C)  ১০০
          • D)  ১০১
          •  
          • ৪. প্রত্যেক ঘনবস্তু কয় মাত্রিক?
          • A)  দুই
          • B)  চার
          • C)  তিন
          • D)  এক
          •  
          • ৫. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:৩। চার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ১৩:৫। বর্তমানে কার বয়স কত?
          • A)  ৫৬ বছর, ২৪ বছর
          • B)  ৫৬ বছর, ৩৪ বছর
          • C)  ৪৬ বছর ৩৬ বছর
          • D)  ৬৬ বছর, ২৪ বছর
          •  
          • ৬. টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
          • A)  ৫০%
          • B)  ৩৩%
          • C)  ৩১%
          • D)  ৩০%
          •  
          • ৭. ১.১, .০১ ও .০০১১-এর সমষ্টি কত?
          • A)  ১.১১১১
          • B)  ০.০১১১১
          • C)  ১১.১১০১
          • D)  ১.১০১১১
          •  
          • ৮. আন্তর্জাতিক সময় অনুসারে দিন ও তারিখ শুরু হয় কখন?
          • A)  রাত ১২টার পর
          • B)  দুপুর ১টা থেকে
          • C)  সন্ধ্যা ৬টা থেকে
          • D)  রাত ১টা থেকে
          •  
          • ৯. একটি বৃত্তের ব্যাসার্ধ ৫০% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে—
          • A)  ৫০%
          • B)  ১২৫%
          • C)  ২৫%
          • D)  ২৫০%
          •  
          • ১০. একটি রম্বসক্ষেত্রের কর্ণদ্বয় যথাক্রমে ৫ সেমি ও ৪.৫ সেমি। এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?
          • A)  ২.২৫ বর্গ সেমি
          • B)  ২২.৫০ বর্গ সেমি
          • C)  ১২.৫০ বর্গ সেমি
          • D)  ১১.২৫ বর্গ সেমি
            • ১. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত?
            • A)  ৫ নিউটন
            • B)  ৭ নিউটন
            • C)  ৯ নিউটন
            • D)  ১০ নিউটন
            •  
            • ২. আলোর বেগ শূন্য মাধ্যমে কত?
            • A)  শূন্য
            • B)  ৩,০০,০০০ কিমি/সে.
            • C)  ১৮০,০০০ কিমি/সে.
            • D)  ২,২৫০০০ কিমি/সে.
            •  
            • ৩. হূদ্যন্ত্রের সংকোচনকে বলা হয়—
            • A)  সিস্টোল
            • B)  ডায়াস্টোল
            • C)  ডায়ালাইসিস
            • D)  থ্রম্বোসিস
            •  
            • ৪. ওজোন স্তরের ফাটলের জন্য কোন গ্যাস দায়ী?
            • A)  ক্লোরোফ্লোরো কার্বন
            • B)  কার্বন ডাইঅক্সাইড
            • C)  অক্সিজেন
            • D)  মিথেন
            •  
            • ৫. শ্রবণাতীত শব্দের ব্যবহার কোনটি?
            • A)  সমুদ্রের গভীরতা নির্ণয়
            • B)  ডুবোজাহাজের অবস্থান নির্ণয়
            • C)  ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা
            • D)  সবগুলো
            •  
            • ৬. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
            • A)  প্রতিফলন
            • B)  প্রতিধ্বনি
            • C)  প্রতিসরণ
            • D)  প্রতিসরাঙ্ক
            •  
            • ৭. শব্দের উৎপত্তির মূল কারণ কী?
            • A)  কম্পন
            • B)  শক্তি
            • C)  অনুভূতি
            • D)  আঘাত
            •  
            • ৮. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়—
            • A)  আয়ন বায়ু
            • B)  প্রত্যয়ন বায়ু
            • C)  মৌসুমি বায়ু
            • D)  নিয়ত বায়ু
            •  
            • ৯. পানির গভীরতা মাপার একক কী?
            • A)  বেল
            • B)  ফ্যাদম
            • C)  নটিক্যাল
            • D)  ক্যারেট
            •  
            • ১০. দিনে বাইরে থেকে ভেতর দেখা যায় না, কিন্তু ভেতর থেকে বাইরে দেখা যায় কোন কাচ দ্বারা?
            • A)  পাত কাচ
            • B)  বিম্বিত কাচ
            • C)  টিন্ডেড প্লেট কাচ
            • D)  প্যাটার্ন বা ছাঁচ কাচ