শনিবার, ১২ নভেম্বর, ২০১১

মোবাইল ফোন কেনার কথা ভাবছেন?

মোবাইল ফোন কেনার কথা ভাবছেন?

আমরা যখন চিন্তা করি কোনো সেট কিনবো,তখন দেখা যায় দোকানে দোকানে ঘুরে বিভিন্ন সেট সর্ম্পকে আইডিয়া নিয়ে একটা সেট কিনে ফেলি।দাম আর চাহিদার সামজ্ঞস্য করার জন্য আমাদের দোকানে দোকানে ঘুরা ছাড়া উপায়ও থাকে না।কিছুদিন পরেই মনে হয় ,এই বাজেটে তো আমি ঐ সেট কিনলে আরো ভালো।নেট ঘেটে অনেকে আবার বের করে,কোন সেটের কি সুবিধা।কিন্তু তাতে ঐ সেটের দাম জানার কোনো উপায় থাকে না।নেটে সেট গুলোর দাম ডলার কিংবা ইউরোতে দেয়া থাকে।বাংলাদেশে সেটটি আসলে কত টাকায় বিক্রি হচ্ছে, বা,আপনার বাজেটের আওতায় কি কি সেট পাওয়া যাবে,তা জানার কোনো ব্যবস্থা অনেকেরই জানা নেই।এই সমস্যা থেকে আপনাদের উদ্ধার করতেই আজকের পোষ্ট।

আজ আপনাদের যে সাইট দুটির ঠিকানা দিবো,তাতে আপনি আপনার বাজেট অনুসারে কি কি সেট পাবেন,তা দেখতে পাবেন।এছাড়াও বাংলাদেশে সেটটির কি কি কালার পাওয়া যায় তাও জানতে পারবেন।বিভিন্ন স্পেশাল সুবিধা অনুসারে আলাদা করে সেট খুঁজতে পারবেন।মোটামুটি আপনি মোবাইল সেট সর্ম্পকে একটা ভালো ধারনা নিতে পারবেন।

www.mobilemaya.com
www.cmplbd.com/UI/ContentPages/PriceList.aspx

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন