বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

test -9


  • ১. ‘বিষাদ সিন্ধু’ কোন ধরনের রচনা?
  • A)  উপন্যাস
  • B)  প্রবন্ধ
  • C)  নাটক
  • D)  আত্মজীবনী
  •  
  • ২. ‘গণ’ শব্দের অর্থ কী?
  • A)  গুচ্ছ
  • B)  প্রকর
  • C)  শ্রেণী
  • D)  দল
  •  
  • ৩. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
  • A)  দৌলত কাজী
  • B)  আব্দুল হাকিম
  • C)  সৈয়দ হামজা
  • D)  ভারতচন্দ্র
  •  
  • ৪. ‘সন্ধ্যাভাষা’ শব্দটি কোন যুগের সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত?
  • A)  আধুনিক যুগ
  • B)  মধ্য ও প্রাচীন
  • C)  প্রাচীন
  • D)  মধ্য
  •  
  • ৫. ‘প্রসারণ’-এর বিপরীত শব্দ কী?
  • A)  সারাংশ
  • B)  আকর্ষণ
  • C)  আকুঞ্চন
  • D)  বহিরঙ্গ
  •  
  • ৬. ‘অর্ধচন্দ্র’-এর অর্থ—
  • A)  অর্ধেক
  • B)  দ্বিতীয়
  • C)  অমাবস্যা
  • D)  গলাধাক্কা
  •  
  • ৭. সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন কে?
  • A)  সিকান্দর আবু জাফর
  • B)  বিনয় ঘোষ
  • C)  রাহাত খান
  • D)  তফাজ্জল হোসেন
  •  
  • ৮. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
  • A)  সাহেবসমূহ
  • B)  সাহেবান
  • C)  সাহেবমণ্ডলী
  • D)  সাহেবকুল
  •  
  • ৯. ক: চ:: ড:?
  • A)  দ
  • B)  প
  • C)  ট
  • D)  য
  •  
  • ১০. আমার পূর্ববাংলা কবিতায় কয়টি স্তবক রয়েছে?
  • A)  ২টি
  • B)  ৩টি
  • C)  ১টি
  • D)  ৫টি
  •  
  • ১১. প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণকে কী বলে?
  • A)  অল্পপ্রাণ বর্ণ
  • B)  মহাপ্রাণ বর্ণ
  • C)  মৌলিক বর্ণ
  • D)  কোনোটিই নয়
  •  
  • ১২. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  • A)  হিম
  • B)  শীতল
  • C)  শৈত্য
  • D)  উত্তাপ
  •  
  • ১৩. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
  • A)  রেখা
  • B)  ফলা
  • C)  কার
  • D)  যুক্তবর্ণ
  •  
  • ১৪. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
  • A)  চতুরঙ্গ
  • B)  চতুষ্কুণ
  • C)  চতুর্দশী
  • D)  চতুষ্পাঠী
  •  
  • ১৫. কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত?
  • A)  বৃষ্টি পড়ে টাপুরটুপুর
  • B)  মন কেমন কেমন করছে।
  • C)  দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়।
  • D)  বারবার মেঘ ডেকে ওঠে।
  •  
  • ১৬. ‘আদালত’ শব্দটি কোন ভাষার?
  • A)  আরবি
  • B)  বাংলা
  • C)  গুজরাটি
  • D)  পাঞ্জাবি
  •  
  • ১৭. ‘অলছ-তলছ’ অর্থ কী?
  • A)  অকর্মণ্য
  • B)  বোকা
  • C)  বাধা
  • D)  মুক্ত
  •  
  • ১৮. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
  • A)  ওরা কী করে
  • B)  আপনি আসবেন
  • C)  তোরা খাসনে
  • D)  আমরা যাচ্ছি
  •  
  • ১৯. ইয়ং বেঙ্গল কী?
  • A)  ইংরেজ শিক্ষার্থী
  • B)  ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
  • C)  সাময়িকপত্র
  • D)  সাহিত্যিক গোষ্ঠী
  •  
  • ২০. অনুবাদ করার সময় কোন বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন?
  • A)  বানানের প্রতি
  • B)  বিন্যাসের প্রতি
  • C)  অর্থের প্রতি
  • D)  বারবার পড়ার প্রতি
  •  
    • ১. A pronoun takes place of a—
    • A)  subject
    • B)  verb
    • C)  noun
    • D)  object
    •  
    • ২. One should be careful about — day.
    • A)  his
    • B)  had
    • C)  were
    • D)  one’s
    •  
    • ৩. ‘The Mayor of Caster bridge’ is written by—.
    • A)  Thomas Hardy
    • B)  Ernest Hemingway
    • C)  Henric Ibsen
    • D)  Rudyard Kipling.
    •  
    • ৪. Olive Branch means-
    • A)  Ingredient of cookingoil
    • B)  Oil made of olive fruit
    • C)  Symbol of flattery
    • D)  Symbol of peace
    •  
    • ৫. Antonym of ‘equanimity’ is—
    • A)  equality
    • B)  disparity
    • C)  propensity
    • D)  agitation
    •  
    • ৬. ‘Man & Superman’ is written by—
    • A)  Keats
    • B)  Shelly
    • C)  Byron
    • D)  G. B. Shaw
    •  
    • ৭. Nuclear family means ---
    • A)  a small family
    • B)  atomic family
    • C)  greedy family
    • D)  happy family
    •  
    • ৮. ‘Dead letter’ means—
    • A)  bad letter
    • B)  old letter
    • C)  letter written by any one
    • D)  now not in force
    •  
    • ৯. The plural form of ‘canon’—
    • A)  canones
    • B)  canons
    • C)  canon
    • D)  cannons
    •  
    • ১০. The synonym of ‘obscure’ is—
    • A)  bright
    • B)  clear
    • C)  dark
    • D)  distinct
    •  
    • ১১. The antonym of the word ‘Doctrine’ is —
    • A)  belief
    • B)  theory
    • C)  error
    • D)  faith
    •  
    • ১২. Having finished lunch—
    • A)  the detectives began to discuss the case
    • B)  the case was discussed again by the detectives.
    • C)  they discussed the case
    • D)  a burch of detectives discussed the case
    •  
    • ১৩. Parcel means ---
    • A)  Quarrel
    • B)  Piece of land
    • C)  Postage
    • D)  Unobstructed view
    •  
    • ১৪. He—me that he was not feeling well.
    • A)  told
    • B)  said
    • C)  requested
    • D)  described
    •  
    • ১৫. ‘Harry up! We have to go - five minutes.’
    • A)  in
    • B)  on
    • C)  by
    • D)  for
    •  
    • ১৬. T.S. Eliot was born in—
    • A)  Ireland
    • B)  England
    • C)  Wales
    • D)  USA
    •  
    • ১৭. Choose the correct indirect speech. She asked me, ‘Are you happy in your new job?’
    • A)  She asked me if I was happy in my new job.
    • B)  She asked me if I have been happy in my new job.
    • C)  She asked me whether I am happy in my new job.
    • D)  She asked me if I had been happy in my new job.
    •  
    • ১৮. The opposite gender of ‘Administrator’—
    • A)  female administrator
    • B)  administratree
    • C)  administratess
    • D)  administratrise
    •  
    • ১৯. Which is the noun of the word ‘vary’?
    • A)  Varity
    • B)  very
    • C)  variance
    • D)  variable
    •  
    • ২০. He parted --- his friends in tears.
    • A)  with
    • B)  from
    • C)  against
    • D)  beside
    •  
      • ১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম—
      • A)  জর্জ হ্যারিসন
      • B)  ক্লিন রিচার্ড
      • C)  স্টোন হাউজ
      • D)  ডব্লিউ এ এস ওভারল্যান্ড
      •  
      • ২. বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা কোনটি?
      • A)  আশা
      • B)  গ্রামীণ ব্যাংক
      • C)  ব্র্যাক
      • D)  প্রশিকা
      •  
      • ৩. বাঙালি জাতির আদি পুরুষ কারা?
      • A)  মোঙ্গল
      • B)  অস্ট্রিক
      • C)  বাঙালি
      • D)  ইংরেজ
      •  
      • ৪. বাংলাদেশি টাকার ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালু হয় কবে থেকে?
      • A)  ১ জানুয়ারি ২০০৫
      • B)  ৩১ মে ২০০৩
      • C)  ১ জুন ২০০৯
      • D)  ১ জুলাই ২০০৮
      •  
      • ৫. বাংলাদেশে প্রতি ১১ সেকেন্ডে কতজন নবজাতকের জন্ম হচ্ছে?
      • A)  ১ জন
      • B)  ২ জন
      • C)  ১১ জন
      • D)  ২১ জন
      •  
      • ৬. নিচের কোন দেশটি ‘সাফটা’-এর সদস্য নয়?
      • A)  বাংলাদেশ
      • B)  ভারত
      • C)  নেপাল
      • D)  মিয়ানমার
      •  
      • ৭. কোন আইন সংস্কার করে ‘রাব’ গঠন করা হয়?
      • A)  ডিএমপি অ্যাক্ট-১৯৭৬
      • B)  ডিবি পুলিশ অ্যাক্ট-১৯৮৩
      • C)  র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অ্যাক্ট-২
      • D)  আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট-১৯৭৯
      •  
      • ৮. ‘সত্যাগ্রহ’ আন্দোলনের জনক কে?
      • A)  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
      • B)  মহাত্মা গান্ধী
      • C)  চিত্তরঞ্জন দাস
      • D)  নেহরু
      •  
      • ৯. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন?
      • A)  এম এম রুহুল আমিন
      • B)  এ বি এম খায়রুল হক
      • C)  মোহাম্মদ হাবিবুর রহমান
      • D)  সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন
      •  
      • ১০. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত (২০০৯-২০১০ সাল)?
      • A)  ২.০৩
      • B)  ১.৩২
      • C)  ১.৮৯
      • D)  ২.০১
      •  
      • ১১. ‘ধূমকেতু’ পত্রিকাটি কে সম্পাদনা করেছেন?
      • A)  তফাজ্জল হোসেন মানিক মিয়া
      • B)  সিকানদার আবু জাফর
      • C)  প্রমথ চৌধুরী
      • D)  কাজী নজরুল ইসলাম
      •  
      • ১২. বাংলাদেশে কৃষিতে শ্রমশক্তির শতকরা হার কত?
      • A)  ৪৮.৪%
      • B)  ৫৯.৩%
      • C)  ৪৭.৭%
      • D)  ৭০.২%
      •  
      • ১৩. ১৭ জুলাই ২০১০ বাণিজ্যিক ভিত্তিতে দেশের প্রথম সৌর সেচ প্রকল্প চালু হয় কোন জেলায়?
      • A)  বরগুনা
      • B)  পটুয়াখালী
      • C)  ঝালকাঠি
      • D)  ভোলা
      •  
      • ১৪. ৫২-এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন?
      • A)  সৈয়দ মোয়াজ্জেম হোসেন
      • B)  ড. মাহমুদ হাসান
      • C)  ড. ডব্লিউ এ জেনকিন্স
      • D)  স্যার এ এফ রহমান
      •  
      • ১৫. ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন কোনটি?
      • A)  এগার সন্ধিুর
      • B)  জয়নি্তকা
      • C)  উপবন
      • D)  লালমনি
      •  
      • ১৬. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
      • A)  মহেশখালী
      • B)  হাতিয়া
      • C)  সন্দ্বীপ
      • D)  সেন্ট মার্টিন
      •  
      • ১৭. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
      • A)  পাহাড়পুর
      • B)  সোনারগাঁও
      • C)  ময়নামতি
      • D)  ঢাকা
      •  
      • ১৮. 'বর্ডার গার্ড বাংলাদেশ' কার্যকর হয়_
      • A)  ২১ ডিসেম্বর ২০১০
      • B)  ২৩ জানুয়ারি ২০১১
      • C)  ২৩ ডিসেম্বর ২০১০
      • D)  ২৭ জানুয়ারি ২০১১
      •  
      • ১৯. বাংলাদেশে কোন শিক্ষা আইনত বাধ্যতামূলক?
      • A)  ইংরেজি
      • B)  বাংলা শিক্ষা
      • C)  প্রাথমিক শিক্ষা
      • D)  ওপরের সবই
      •  
      • ২০. প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
      • A)  ২৫ বছর
      • B)  ৩০ বছর
      • C)  ৩৫ বছর
      • D)  ৪০ বছর
      •  
        • ১. লোহার আবিষ্কার প্রথমে কোথায় হয়?
        • A)  এশিয়া মাইনরে
        • B)  দক্ষিণ আমেরিকায়
        • C)  ব্রিটেনে
        • D)  ফ্রান্সে
        •  
        • ২. নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
        • A)  ৮টি
        • B)  ৯টি
        • C)  ১০টি
        • D)  ১১টি
        •  
        • ৩. বিশ্বের দীর্ঘতম খাল কোন দেশে অবস্থিত?
        • A)  চীন
        • B)  মিসর
        • C)  জার্মানি
        • D)  সুইডেন
        •  
        • ৪. ‘ফেসবুক’ কী?
        • A)  সিনেমার পত্রিকা
        • B)  সামাজিক যোগাযোগের ওয়েবসাইট
        • C)  কম্পিউটারবিষয়ক ওয়েবসাইট
        • D)  একটি তথ্যচিত্র
        •  
        • ৫. বিশ্বকাপ ফুটবল ২০১০-এর প্রথম গোল কে করেন?
        • A)  লিওনেল মেসি
        • B)  সিফিউই শাবালালা
        • C)  দিদিয়ের দ্রগবা
        • D)  গ্যাব্রিয়েল হেইঞ্জ
        •  
        • ৬. অর্থনীতিতে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ধারণা?
        • A)  ভোগ
        • B)  সঞ্চয়
        • C)  ব্যয়
        • D)  আয়
        •  
        • ৭. ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমানে কয়টি দেশ সদস্য?
        • A)  ২৭টি
        • B)  ১৭টি
        • C)  ৩৭টি
        • D)  ৭টি
        •  
        • ৮. এশিয়ার কোন দেশে আত্মহত্যার পরিমাণ বেশি?
        • A)  ভারত
        • B)  বাংলাদেশ
        • C)  নেপাল
        • D)  শ্রীলঙ্কা
        •  
        • ৯. FAO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
        • A)  রোম
        • B)  জেনেভা
        • C)  ব্যাংকক
        • D)  প্যারিস
        •  
        • ১০. প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়?
        • A)  ১৭০০ সালে
        • B)  ১৭৫০ সালে
        • C)  ১৭৮০ সালে
        • D)  ১৭৯০ সালে
        •  
        • ১১. ইউরো মুদ্রাব্যবস্থা চালু হয় কবে থেকে?
        • A)  ২০০২ সালে
        • B)  ২০০১ সালে
        • C)  ২০০৩ সালে
        • D)  ২০০৪ সালে
        •  
        • ১২. ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি?
        • A)  ১০টি
        • B)  ১২টি
        • C)  ১৪টি
        • D)  ১৫টি
        •  
        • ১৩. ১৯৬৫ সালের পরে জাতিসংঘ, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা—
        • A)  ১৫টি
        • B)  ৬টি
        • C)  ১১টি
        • D)  ১০টি
        •  
        • ১৪. রবার্ট ভিতেক কোন দেশের ফুটবলার?
        • A)  ইংল্যান্ড
        • B)  স্লোভাকিয়া
        • C)  জার্মানি
        • D)  উরুগুয়ে
        •  
        • ১৫. ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয় কবে?
        • A)  ১৭৮৯ সালে
        • B)  ১৭৭৯ সালে
        • C)  ১৮৮৯ সালে
        • D)  ১৭৯১ সালে
        •  
        • ১৬. কোন দেশ বিশ্বকাপ চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি বার (১৯ বার) খেলেছে?
        • A)  ব্রাজিল
        • B)  আর্জেন্টিনা
        • C)  জার্মানি
        • D)  ইতালি
        •  
        • ১৭. পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটি?
        • A)  ইউরোপ
        • B)  উত্তর আমেরিকা
        • C)  অস্ট্রেলিয়া
        • D)  আফ্রিকা
        •  
        • ১৮. ‘জাবুলানি’ কী?
        • A)  একটি সন্ত্রাসী গ্রুপ
        • B)  ২০১০ সালের বিশ্বকাপ ফুটবল খেলা হয় যে ব
        • C)  আফ্রিকার প্রেসিডেন্ট
        • D)  একটি জাহাজ
        •  
        • ১৯. ইউরোপের দ্বার বলা হয় কাকে?
        • A)  লন্ডন
        • B)  ভিয়েনা
        • C)  প্যারিস
        • D)  কানাডা
        •  
        • ২০. নেপালে কত বছরের পুরনো রাজতন্ত্রের অবসান ঘটেছে?
        • A)  ২৪০ বছর
        • B)  ১২০ বছর
        • C)  ২৪৫ বছর
        • D)  ১৭৫ বছর
        •  
          • ১. গণিতে সেট সম্বন্ধে প্রথম কে ব্যাখ্যা দেন?
          • A)  জর্জ ক্যান্টর
          • B)  আইনস্টাইন
          • C)  আইজ্যাক নিউটন
          • D)  যাদব চক্রবর্তী
          •  
          • ২. ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ওই একই তারিখে হবে—
          • A)  বৃহস্পতিবার
          • B)  শুক্রবার
          • C)  শনিবার
          • D)  রোববার
          •  
          • ৩. ৩২-এর ২ ভিত্তিক লগারিদম কত?
          • A)  ৩
          • B)  ৪
          • C)  ৫
          • D)  ৬
          •  
          • ৪. টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
          • A)  ৫০%
          • B)  ৩৩%
          • C)  ৩১%
          • D)  ৩০%
          •  
          • ৫. কোনো পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন থেকে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেবে এবং বাকি প্রশ্নগুলোর এক-তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে, তবে ওই পরীক্ষার প্রশ্নের সংখ্যা কত ছিল?
          • A)  ২০টি
          • B)  ৩০টি
          • C)  ৪০টি
          • D)  ৫০টি
          •  
          • ৬. একজন দোকানদার ৭১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয় মূল্য ৩১ টাকা বেশি হতো, তা হলে তার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
          • A)  ১০০ টাকা
          • B)  ২০০ টাকা
          • C)  ৩০০ টাকা
          • D)  ৪০০ টাকা
          •  
          • ৭. x-এর মান কত হলে a(x-a)=b(x-b) হবে?
          • A)  1
          • B)  a-b
          • C)  a+b
          • D)  b-a
          •  
          • ৮. 2x2-x-3এর উত্পাদক কী কী?
          • A)  (2x+3) (x+1)
          • B)  (2x+3) (x-1)
          • C)  (2x-3) (x-1)
          • D)  (2x-3) (x+1)
          •  
          • ৯. একটি রম্বসক্ষেত্রের কর্ণদ্বয় যথাক্রমে ৫ সেমি ও ৪.৫ সেমি। এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?
          • A)  ২.২৫ বর্গ সেমি
          • B)  ২২.৫০ বর্গ সেমি
          • C)  ১২.৫০ বর্গ সেমি
          • D)  ১১.২৫ বর্গ সেমি
          •  
          • ১০. দুটি সমান্তরাল রেখা কতগুলো বিন্দুতে ছেদ করে?
          • A)  ০
          • B)  ১
          • C)  ২
          • D)  ৪
          •  
            • ১. বৃক্কের গঠন ও কাজের একককে কী বলে?
            • A)  নেফ্রন
            • B)  পেলভিস
            • C)  মেডুলা
            • D)  অ্যাক্সন
            •  
            • ২. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
            • A)  টিএসপি
            • B)  ইউরিয়া
            • C)  পটাশ
            • D)  সবুজ সার
            •  
            • ৩. গ্রিন হাউস কী?
            • A)  সবুজ আলোয় আলোকিত ঘর
            • B)  কাচের তৈরি ঘর
            • C)  সবুজ মাঠবিশেষ
            • D)  একটিও নয়
            •  
            • ৪. প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?
            • A)  তাপশক্তি
            • B)  আলোক শক্তি
            • C)  রাসায়নিক শক্তি
            • D)  সৌরশক্তি
            •  
            • ৫. গাছ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে বায়ুতে অক্সিজেন ছাড়ে?
            • A)  প্রস্বেদন
            • B)  শ্বসন
            • C)  সালোকসংশ্লেষণ
            • D)  ভারলালাইজেশন
            •  
            • ৬. কোনো দেশের স্থল ভাগের শতকরা কত ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন?
            • A)  ২৫ ভাগ
            • B)  ৩৫ ভাগ
            • C)  ১৫ ভাগ
            • D)  ৪৫ ভাগ
            •  
            • ৭. কোন বস্তুটি প্রতিধ্বনি সৃষ্টির জন্য সবচেয়ে উপযোগী?
            • A)  তুলার কাপড়
            • B)  রবারের ফোম
            • C)  কাগজ
            • D)  ইস্পাত
            •  
            • ৮. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
            • A)  প্রতিফলন
            • B)  প্রতিধ্বনি
            • C)  প্রতিসরণ
            • D)  প্রতিসরাঙ্ক
            •  
            • ৯. ভার্নিয়ার স্কেলের আবিষ্কারক পিয়েরে ভার্নিয়ার দেশ কোথায়?
            • A)  বেলজিয়াম
            • B)  ফ্রান্স
            • C)  ব্রিটেন
            • D)  ইতালি
            •  
            • ১০. সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে?
            • A)  যুক্তরাষ্ট্র
            • B)  জাপান
            • C)  ভারত
            • D)  নেপাল
            •