মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১







◄নোবেল পুরস্কার ২০১১►

চিকিৎসাতে – ব্রুস এ বাটলার (যুক্তরাষ্ট্র), জুলস এ হফম্যান (ফ্রান্স), রালফ এন স্টেইনম্যান (কানাডা)।

পদার্থবিদ্যায় – সল পার্লমুটার (যুক্তরাষ্ট্র), ব্রায়ান পি স্মিদ (যুক্তরাষ্ট্র), অ্যাডাম জি রিয়েস (যুক্তরাষ্ট্র)।

রসায়নে – ড্যানিয়েল শেচম্যান (ইসরাইল)।

সাহিত্যে – টমাস ট্রান্সটোমার (সুইডেন)।

শান্তিতে – ইলেন জনসন সারলিফ (লাইবেরিয়া), 
লেমাহ বোয়ি (লাইবেরিয়া), 
তাওয়াক্কুল কারমান (ইয়েমেন)

অর্থনীতিতে – থমাস জে সার্জেন্ট (যুক্তরাষ্ট্র), ক্রিস্টোফার এ সিমস (যুক্তরাষ্ট্র)।