শনিবার, ১২ নভেম্বর, ২০১১

আজকাল পিসিতে সবাই ১টেরা বা ৫১২ জিবি হার্ডডিক্স ব্যবহার করে।এই বিশাল মেমরির মাঝে,অনেক সময় আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলটি কোথায় রাখা আছে,তা ভুলে যাই।তখন অনেকেই দ্বারস্থ হয়,উইনডোজের ডিফল্ট সার্চ ইন্জিনের কাছে,যা প্রচুর সময় নেয় এক একটি সার্চ কমপ্লিট করতে।ফলাফল,তাড়ার সময় একটু বেশী ভোগান্তি।

আজ আপনাদের সেই ভোগান্তি থেকে উদ্ধার করতে পরিচয় করিয়ে দেব ৩৩৪ কেবির একটি ছোট কিন্তু দারুন কাজের সফটয়্যারের সাথে।এই ফ্রী সফটয়্যারটি আপনার পিসির যে কোনো ফাইল আপনার সামনে হাজির করবে এক মূহুর্তে।শুধু কি-ওয়ার্ডটি টাইপ করলেই,ঐ নামের সব ফাইল চলে আসবে আপনার সামনে।এটি একবার ব্যবহার করলে,আপনার আর কখনোই ডিফল্ট সার্চ ইন্জিন ব্যবহার করতে ইচ্ছে হবে না।

এর সুবিধা সমূহ:::---
১.সম্পূর্ন ফ্রী।
২.পোর্টেবল ভাশর্ন ও পাওয়া যায়।
৩.রেজাল্ট শো করতে সময় নেয় না বললেই চলে।
৪.সাইজ মাত্র ৩৩৪ কেবি
আরও বিস্তারিত জানতে চাইলে ঘুরে আসুন নিচের ঠিকানায়:-
http://www.voidtools.com/faq.php

যেহেতু সফটয়্যারটি খুবই ছোট,একবার ট্রায়াল দিয়েই দেখুন না।আশা করি ভালো লাগবে।

ডাউনলোড লিংক:-
http://www.voidtools.com/Everything-1.2.1.371.exe
পোর্টেবল ভার্শন ডাউনলোড লিংক:-
http://www.voidtools.com/Everything-1.2.1.371.zip

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন