বিখ্যাত পদার্থ এবং রসায়নবিদ মাইকেল ফ্যারাডে তার তড়িত্-চৌম্বকীয় বিদ্যা এবং তড়িত্- রাসায়নিক বিদ্যায় অবদানের জন্য বিখ্যাত হয়ে রয়েছেন পৃথিবীর ইতিহাসে। পরিবাহীতে ডিসি বিদ্যুত্ এর উপর চৌম্বক ক্ষেত্রের উপর গবেষণা করতে গিয়ে তিনি তড়িত্-চৌম্বকীয় ক্ষেত্রের মূল ধারণা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তড়িত্-চৌম্বকীয় আবেশ এবং ডায়া চৌম্বক বিষয়েও সফলতার সাথে গবেষণা করেন। এছাড়া তড়িত্ বিশ্লেষণের সূত্রও আবিস্কার করেন তিনি। তড়িত্ মোটরের মূলতত্ত্ব দাঁড়িয়ে রয়েছে তারই আবিস্কৃত তড়িত্-চৌম্বকীয় রোটারি ডিভাইস তত্ত্বের উপর। রসায়নবিদ হিসেবেও তার অসামান্য অবদান রয়েছে। বুনসেন বার্নার এবং যোজন সংখ্যার আদি ধারণা তিনিই প্রবর্তন করেন। ১৭৯১ সালে জন্ম নেয়া এই বিজ্ঞানী তার নানান গবেষণা এবং উদ্ভাবনে ঋণী করে গেছেন পৃথিবীকে। তার নাম অনুসারেই ধারকের একক রাখা হয়েছে ফ্যারাডে। ফ্যারাডে মৃত্যু বরণ করেন ১৮৬৭ সালে।
ভালো একটা কাজ শুরু করতে যাচছি-জানিনা কি হবে না হবে".সময়ের ফাঁকে ফাঁকে জ্ঞানের এই স্বপ্নিল পথযাএা.
শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১
বিখ্যাত পদার্থ এবং রসায়নবিদ মাইকেল ফ্যারাডে
বিখ্যাত পদার্থ এবং রসায়নবিদ মাইকেল ফ্যারাডে তার তড়িত্-চৌম্বকীয় বিদ্যা এবং তড়িত্- রাসায়নিক বিদ্যায় অবদানের জন্য বিখ্যাত হয়ে রয়েছেন পৃথিবীর ইতিহাসে। পরিবাহীতে ডিসি বিদ্যুত্ এর উপর চৌম্বক ক্ষেত্রের উপর গবেষণা করতে গিয়ে তিনি তড়িত্-চৌম্বকীয় ক্ষেত্রের মূল ধারণা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তড়িত্-চৌম্বকীয় আবেশ এবং ডায়া চৌম্বক বিষয়েও সফলতার সাথে গবেষণা করেন। এছাড়া তড়িত্ বিশ্লেষণের সূত্রও আবিস্কার করেন তিনি। তড়িত্ মোটরের মূলতত্ত্ব দাঁড়িয়ে রয়েছে তারই আবিস্কৃত তড়িত্-চৌম্বকীয় রোটারি ডিভাইস তত্ত্বের উপর। রসায়নবিদ হিসেবেও তার অসামান্য অবদান রয়েছে। বুনসেন বার্নার এবং যোজন সংখ্যার আদি ধারণা তিনিই প্রবর্তন করেন। ১৭৯১ সালে জন্ম নেয়া এই বিজ্ঞানী তার নানান গবেষণা এবং উদ্ভাবনে ঋণী করে গেছেন পৃথিবীকে। তার নাম অনুসারেই ধারকের একক রাখা হয়েছে ফ্যারাডে। ফ্যারাডে মৃত্যু বরণ করেন ১৮৬৭ সালে।