বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

আলসেন্দ্রো ভোল্টা

ইতালির বিখ্যাত পদার্থবিদ এবং বিজ্ঞানী আলসেন্দ্রো ভোল্টা ‘বিদ্যুত্ কোষ’ আবিস্কারের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে রয়েছেন। তার পুরো নাম কাউন্ট আলসেন্দ্রো গুইসেপ অ্যনাসতাসিও জেরোলামো আমবারটো ভোল্টা। ১৭৪৫ সালে জন্ম নেয়া এই পদার্থবিদ ১৭৭৪ সালে কোমো শহরের রয়্যাল স্কুল এ পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এক বছরের মধ্যে তিনি ইলেকট্রোফোরাস নামে একটি বিশেষ ডিভাইস তৈরি করতে সক্ষম হন যা স্থির বিদ্যুত্ উত্পাদন করতে পারতো। ১৭৭৬-৭৭ সালে তিনি বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি নিয়ে গবেষণা করতে শুরু করেন এবং এসময় তিনি মিথেন গ্যাস আবিস্কার করেন। পরে তিনি মিথেন গ্যাসের সাহায্যে ইগনিশন নিয়ে কাজ করেন এবং ক্যাপাসিটেন্স বা ধারকত্ব নিয়েও কাজ করেন। লুইগি গ্যালভানি’র বিখ্যাত ব্যাঙ এর পরীক্ষার তিনি সঠিক ব্যাখ্যা প্রদান করেন। এবং এটি নিয়ে গবেষণার ধারাবাহিকতায় তিনি ভোল্টা’র বিদ্যুত্ কোষ তৈরি করেন। এসময় তিনি তড়িত্-রাসায়নিক সিরিজ এবং গ্যালভানিক কোষের তড়িচ্চালক বলের সূত্রও উদ্ভাবন করেন সফলতার সাথে