শনিবার, ১২ নভেম্বর, ২০১১

► কুরিল দ্বীপের মালিকানা কোন দেশের?
উত্তর: রাশিয়া
► হেল্লাস কোন দেশের জাতীয় নাম?
উত্তর: গ্রিস
► IAEA কত সালে নোবেল পুরস্কার পায়?
উত্তর: ২০০৫ সালে
► জাতিসংঘে বাংলাদেশে চাদার হার কত?
উত্তর: ০.০১ শতাংশ
► বন শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: রাইন
► ভূমধ্যসাগরের প্রবেশ দ্বার হলো?
উত্তর: জিব্রাল্টার
► ইসরাইলের পার্লামেন্টের নাম কি?
উত্তর: নেসেট
► বারাক হোসেন ওবামা যুক্তরাস্ট্রের কোন রাজ্য থেকে সিনেটর নির্বাচিত হন?
উত্তর: ইলিনয়
► প্যারিস শান্তি চুক্ত হয় কোন কোন দেশের মধ্যে?
উত্তর: মার্কিন যুক্তরাস্ট্র ও ভিয়েতনাম
► অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেয়া হয় কত সালে?
উত্তর: ১৯৫৯ সালে
► বিশ্বের দূর্নীতি বিরোধী দিবস কবে?
উত্তর: ৯ ডিসেম্বর

► গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
► Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
► University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
► “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
► “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন