শনিবার, ১২ নভেম্বর, ২০১১

* নভোথিয়েটারের স্থপতি কে?
উঃ আলী ইমাম
* বাংলা সনের প্রবর্তক কে?
উঃ সম্রাট আকবর
* বাংলাদেশে কোন উপজাতির
সংখ্যা সবচেয়ে বেশি? উঃ চাকমা
* সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল?
উঃ ফ্রান্স
* পশ্চিম তীর কোন নদীর
তীরে অবস্থিত? উঃ জর্ডান নদী
* নিউইয়র্কের ওয়াল স্ট্রীট কিসের
জন্য বিখ্যাত? উঃ বাণিজ্য কেন্দ্র
* বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত
নিরাপত্তা বাহিনীর নাম কি?
উঃ পিজিআর

বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবস ২১
নভেম্বর
বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয় ১২
জুলাই ১৯৭১
বিমানবাহিনীর কার্যক্রম শুরু হয় ২৮
সেপ্টেম্বর ১৯৭৩
বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম এয়ার
ভাইস মার্শাল এ কে খন্দকার
বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠা ৯
নভেম্বর ১৯৭১
বাংলাদেশ বিমানবাহিনীর
গোয়েন্দা সংস্থার নাম - Office of
Air Intelligence
বাংলাদেশ নৌবাহিনীর গোয়েন্দা সংস্থার
নাম - Directorate of Neval
Intelligence

# বেলুনে চড়ে প্রথম বিশ্ব ভ্রমনে বের হনঃ স্টিভ ফসেট (US, 2001)
# প্রথম বিশ্ব ভ্রমনে বের হওয়া বেলুনের নামঃ সলো স্পিরিট
# বিশ্বের প্রথম ক্লোন বিড়ালের নামঃ সিসি (যুক্ররাষ্ট্রে 2001 সালে জন্ম গ্রহণ করে)
# বিশ্বের প্রথম ক্লোন স্তন্যপায়ী প্রাণীর নামঃ ডলি নামের একটি ভেড়া
# ডলি 1996 সালে জন্ম নেয় এবং 2003 সালে আর্থাইটিস রোগে মারা যায়।
# জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা UN-Women এর যাত্রা শুরুঃ 1 জানুয়ারি, 2011
# সবচেয়ে বেশি বয়সে এভারেষ্ট বিজয়ীর নাম কি? উঃ বাহাদুর শেরচান (নেপাল)
# বিশ্বের সবচেয়ে বড় সংবিধানঃ ভারতের, সবচেয়ে ছোটঃ যুক্ররাষ্ট্রের।



* দেশের সিটি করপোরেশনের প্রথম নারী মেয়রঃ ডা. সেলিনা হায়াত আইভী
* দেশের প্রথম নারী ওসিঃ হোসনে আরা বেগম।
* দেশের প্রথম নারী সচিবঃ জাকিয়া আকতার।
* জাতীয় সংসদের প্রথম নারী হুইপ : সাগুফতা ইয়াসমিন এমিলি
* বাংলাদেশ জাতীয় সংসদের ১নং আসন কোনটি? উঃ পঞ্চগড়
* বানিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারঃ UNIVAC
* ব্রিটেন টাওয়ার হেমলেটসে প্রথম বাংলাদেসশী মেয়র নির্বাচিন হনঃ লুৎফর রহমান।
* কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল ‘টাইগার লিডার? উঃ মীর শওকত আলী।

‎* মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কনাকে বলেঃ কসমিক রশ্মি
* উদ্ভিদের পাতার রঙ হলুদ হয়ে যায় "নাইট্রোজেন" এর অভাবে।
* মানবদেহের রক্তচাপ নির্ণেয়ের যন্ত্রঃ স্ফিগমোম্যামোমিটার
* HP-এর পুর্ণ নামঃ হিউলেট-প্যাকার্ড কোম্পানি
* HP-র প্রতিষ্ঠাতাঃ উইলিয়াম হিউলেট এবং ডেভিড প্যাকার্ড।
* HP-র প্রথম কম্পিউটারের নামঃ HP-2116A (1966 সাল)
* পৃথিবীর সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ারঃ মার্ক ইলিয়ট জুকারবার্গ।
* ক্রোমোজোমকে ঘিরে যে পাতলা আবরন থাকে তার নামঃ পেলিকল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন