শনিবার, ১২ নভেম্বর, ২০১১

বিশ্বের প্রথম:

বিশ্বের প্রথম:
> মহাকাশচারী : ইউরি গ্যাগারিন (রাশিয়া)
> মহাশূন্যে বিয়ে : রাশিয়ার নভোচারী ইউরি মালেনচেষ্কা ও মার্কিন নারীইয়েকাতেনিয়া দিমিত্রিয়েভ
> চলচ্চিত্র : ১৮৯৫ সালে
> চলচ্চিত্র নির্মাণকারী : লুমিয়ার ব্রাদার্স
> বাংলা চলচ্চিত্র : বিশ্ব মঙ্গল
> টেষ্ট ক্রিকেটে ব্যাটসম্যান : চার্লস ব্যানারম্যান (অষ্ট্রেলিয়া)
> টেষ্ট ক্রিকেটে সেঞ্চুরি : চার্লস ব্যানারম্যান (অষ্ট্রেলিয়া)
> টেষ্ট ক্রিকেটে ১০ উইকেট (ইনিংসে) শিকারী : জিম লেকার (ইংল্যান্ড)
> টেষ্ট ক্রিকেটে ষ্ট্যাম্প আউট : আলফ্রেড শ (ইংল্যান্ড)
> টেষ্ট ক্রিকেটে ষ্টাম্পিং : ম্যাকার্থি ব্লাকহ্যাম (অষ্ট্রেলিয়া)
> টেষ্ট ক্রিকেটে হ্যান্ডলিং দ্য বল আউট : রাসেল এন্ডিন (দ. আফ্রিকা)
> টেষ্ট ক্রিকেটে যমজ টেষ্ট খেলোয়াড় : ষ্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহ (অষ্ট্রেলিয়া)
> টেষ্ট ক্রিকেটে অবষ্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট : লেন হাটন (ইংল্যান্ড)
> টেষ্ট ক্রিকেটের ভেন্যু : মেলবোর্ন (অষ্ট্রেলিয়া)
> টেষ্ট ক্রিকেটের অংশগ্রহণকারী দল : অষ্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড
> বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত : ১৯৭৫ সালে, ইংল্যান্ডে
> বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত : উরুগুয়ে (১৯৩০)
> মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত : যুক্তরাষ্ট্র (১৯৯১)
> আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত : ১৮৯৬ সালে (গ্রিসে)
> কৃত্রিম উপগ্রহ : স্পুটনিক-১
> কার্বনমুক্ত শহর : মাসদার (সংযুক্ত আরব আমিরাত)
> সংবাদপত্র ফোন চালু : সুইডেন
> বিশ্বের সরকারি পত্রিকা : দ্য বোষ্টন নিউজলেটার (১৭০৪)
> বিশ্বে রঙিন টেলিভিশন চালু : ৩ জুলাই ১৯২৮
> টেস্টটিউব বেবী : লুইস ব্রাউন
> জিনোম ডিকোড করা জীব : সি এলিগ্যান্স নামক পোকা
> জিন পৃথকীকরণ : ১৯৬৯ সালে
> কৃত্রিম উপায়ে জিন তৈরি : ১৯৭০ সালে
> মানব জিনের ক্লোন : ১৯৭৮ সালে
> বহুকোষী জীবের জিনোম ডিকোড : ১৯৯৮ সালে
> ক্লোন ঘোড়া : প্রমিতিয়া
> ক্লোন বিড়াল : কার্বন কপি (সিসি)
> ক্লোন বানর শাবক : টেট্রা
> ক্লোন ভেড়া : ডলি
> টেষ্টটিউব হরিণ শাবক : মিলৌ
> ক্লোন মানব শিশু : ইভ (২৬ ডিসেম্বর ২০০২)
> পারমাণবিক বোমা তৈরি করে : যুক্তরাষ্ট্র
> পারমাণবিক বোমা হামলা : হিরোশিমা (৬ আগষ্ট ১৯৪৫)
> টেষ্ট ক্রিকেট বোলার : আলফ্রেওশ (ইংল্যান্ড)
> যাত্রীবাহী সুপারসনিক বিমান চালু : ১৯৬৯ সালের ৯ এপ্রিল
> কোলকাতায় বিদ্যুৎ সরবরাহ : ১৭ এপ্রিল ১৮৯৯
> লন্ডন ও রোমের মধ্যে জেট বিমান চলাচল শুরু : ১৯৫২ সালের ২১ এপ্রিল
> চিড়িয়াখানা : চীনে প্রতিষ্ঠিত
> ডাকটিকিটের নাম : পেনিব্ল্যাক (ইংল্যান্ড)
> আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ : ১৯৬০ সালের ১ এপ্রিল (মার্কিন যুক্তরাষ্ট্র)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন