শনিবার, ১২ নভেম্বর, ২০১১

পৃথিবীতে মহাসাগর

পৃথিবীতে মহাসাগর : পাঁচটি।
> প্যাসিফিক শব্দের অর্থ : শান্ত।
> আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগর : প্রশান- মহাসাগর।
> মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ প্রভৃতি নিয়ে গঠিত : বারিমণ্ডল।
> উন্মুক্ত বিস্তীর্ণ পানিরাশিকে বলে : মহাসাগর (Ocean )।
> পৃথিবীর মহাসাগরগুলোর নাম : প্রশান- মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারতমহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।
> প্রশান্ত মহাসাগরে অবস্থিত উল্লেখযোগ্য দ্বীপরাষ্ট্রের নাম : ফিলিপাইন, পাপুয়ানিউগিনি, পালাউ, নাউরু, সলোমন দ্বীপপুঞ্জ ইত্যাদি।
> আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য দ্বীপরাষ্ট্রগুলো : যুক্তরাজ্য, বাহামা, বারমুডা,ডোমিনিকান প্রজাতন্ত্র, গ্রীনল্যান্ড, কিউবা ইত্যাদি।
> আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান : ন্যায়ার্স (পুয়ের্তোরিকা)।
> আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া প্রথম নারী : জেনিফার ফিগে, যুক্তরাষ্ট্র (১২জানুয়ারি-৫ ফেব্রুয়ারি ২০০৯)।
> প্রশান্ত মহাসাগরের নাম দেন ‘প্যাসিফিক’ : পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাজেলান।
> প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম : মারিয়ানা ট্রেঞ্চ।
> ভারত মহাসাগরে অবস্থিত উল্লেখযোগ্য দ্বীপগুলো : সিসিলি, মরিশাস, দিয়াগো,গার্সিয়া, মালদ্বীপ ও মালাগাসি।
> পৃথিবীর গভীরতম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।
> ভূ-মধ্যসাগরের গভীরতম স্থানের নাম : মাতাপ্যান।
> দক্ষিণ মহাসাগরের অন্য নাম : কুমেরু মহাসাগর।
> দক্ষিণ মহাসাগর অবস্থিত : দক্ষিণ মেরুর নিকটস্থ এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকেবিস্তৄত।
> আয়তনে সবচেয়ে ছোট মহাসাগর : এন্টার্কটিকা মহাসাগর (দক্ষিণ মহাসাগর)।
> আর্কটিক বা উত্তর মহাসাগরের অন্য নাম : সুমেরু মহাসাগর।
> পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রীফ অবস্থিত : প্রশান- মহাসাগরে।
> ‘টাইটানিক জাহাজ’ নিমজ্জিত হয়েছিল কোন মহাসাগরে : আটলঅন্টিক মহাসাগরে(১৫ এপ্রিল ১৯১২ সালে)।
বিশ্বের প্রথম ব্যক্তিবর্গ:
> যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট : জর্জ ওয়াশিংটন
> ব্রিটেনের প্রধানমন্ত্রী : রবার্ট ওয়ালপল
> বিশ্বের নারী প্রধানমন্ত্রী : শ্রীমাভো বন্দরনায়েকে
> মহাকাশ পর্যটক : ডেনিস টিটো (যুক্তরাষ্ট্র)
> এভারেষ্ট বিজয়ী : এডমন্ড হিলারি (নিউজিল্যান্ড) এবং তেনজিং নোরগে(নেপাল)
> জাতিসংঘের মহাসচিব : ট্রাইগভে লাই (নরওয়ে)
> মুসলিম নভোচারী : সৌদি শাহজাদা সুলতান সালমান ইবনে আবদুল আজিজ
> পুরুষ টেষ্টটিউব বেবী : এলিষ্ট(alist) ম্যাকডোনাল্ড
> পশুর ক্লোনিংকারী বিজ্ঞানী : ডা. ইয়ান উইলমুট
> পাকিস্তানের প্রেসিডেন্ট : ইস্কান্দার মির্জা
> নোবেল বিজয়ী মুসলমান : আনোয়ার সাদাত (মিশর)
> অক্সিজেন ছাড়া এভারেষ্টে জয়ী : পিটার হাবেলার ও রেইন হোল্ট নেসনা
> উত্তর গোলার্ধে মহিলা সমুদ্র অভিযাত্রী : ডোমিনিক আরডুইন
> সাত মহাদেশের সর্বোচ্চ পর্বতচূড়ায় আরোহণকারী ব্যক্তি : এরিক ওয়েন মেয়র(যুক্তরাষ্ট্র)
> এশিয়ার নোবেল বিজয়ী : রবীন্দ্রনাথ ঠাকুর
> বিশ্বের নারী প্রেসিডেন্ট : ইসাবেলা পেরন
> গণচীনের প্রেসিডেন্ট : সান ইয়াৎ সেন
> গণচীনের জনগণের চেয়ারম্যান : মাও সে তুং
> ইউরোপে চীনা পরিব্রাজক : মার্কো পোলো
> ইউরোপীয় ভারত আক্রমণকারী : আলেকজান্ডার
> বাংলাদেশে আগমনকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী : জেমস কালাহান
> সর্বপ্রথম আটলান্টিক পাড়ি দেয় : Benoit Lecomte, ফ্রান্স।
> চাঁদে পা রাখেন যিনি : নীল আর্মষ্ট্রং
> মহাকশে গমনকারী পুরুষ : ইউরি গ্যাগারিন
> ভারতের প্রধানমন্ত্রী : জওহরলাল নেহেরু
> ভারতের মুসলমান প্রেসিডেন্ট : ড. জাকির হোসেন
> ভারতে আগমনকারী চীনা পরিব্রাজক : ফা হিয়েন
> বিদেশী প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমন : ইন্দিরা গান্ধী
> এভারেষ্ট বিজয়ী প্রতিবন্ধী : উত্তম হোয়ে টেকার (আমেরিকা)
> বাংলাদেশে আগমনকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট : বিল ক্লিনটন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন