শনিবার, ১২ নভেম্বর, ২০১১

ইংলিশ চ্যানেল:

ইংলিশ চ্যানেল:
> ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য : ৫৬০ কিলোমিটার।
> ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে : আটলান্টিক মহাসাগর ওউত্তর মহাসাগর।
> ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম নারী : গার্টেড ইউরি লে, যুক্তরাষ্ট্র (১৯২৬)।
> ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ব্যক্তি : ক্যাপ্টেন ম্যাথু ওয়েব, ব্রিটেন (২৫আগষ্ট ১৮৭৫)
> ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি : ব্রজেন দাস, বাংলাদেশ।
> ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় : মিহির সেন, ১৯৫৮ সালে।
> ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি ও এশীয় নারী : আরতি সেনগুপ্তা,ভারত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন