শনিবার, ১২ নভেম্বর, ২০১১


ওশেনিয়া মহাদেশ
বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ : ওশেনিয়া।
ওশেনিয়া মহাদেশের আয়তন : ৮৪ লাখ ৮৪ হাজার ৬২০ বর্গকিমি।
ওশেনিয়া মহাদেশ পৃথিবীর মোট আয়তনের ৫.৮ অংশ।
ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু : পুঁসাক জায়া।
ওশেনিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু : লেক আয়ার।
আয়তনে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ : অষ্ট্রেলিয়া, আয়তন ৭৬ লাখ ৮৬হাজার ৮৫ বর্গকিমি।
জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ : অষ্ট্রেলিয়া; ২ কোটি ১৩ লাখ।
আয়তনে ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ : নাউরু।
জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ : টুভ্যালু।
ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ : ১৪টি।
ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম : মারে ডার্লিং (অষ্ট্রেলিয়া)।
ওশেনিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ : আয়ার।
ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ : পাটজক জাজা (ইরিয়ান)।
ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ : নিউগিনি।
এন্টার্কটিকা মহাদেশ :
এন্টার্কটিকা মহাদেশের আয়তন : ১ কোটি ৩২ লাখ ৯ হাজার বর্গকিমি।
এন্টার্কটিকা মহাদেশের আয়তন পৃথিবীর মোট আয়তনের : ৮.৯% শতাংশ।
এন্টার্কটিকা মহাদেশের সক্রিয় আগ্নেয়গিরি : মাউন্ড ইরেবাস।
এন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু : ভিন্সন ম্যাসিফ; ৫১৪০ মিটার।
এন্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, -২৫৫৫ মিটার।
এন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু সমূহ : এন্টার্কটিকার প্রাণীদের মধ্যে পেঙ্গুইন, তিমি ওসীল মাছ অন্যতম।
এন্টার্কটিকা মহাদেশের প্রধান সম্পদ : প্রধান সম্পদ সামুদ্রিক পাথর।
এন্টার্কটিকা মহাদেশের জলবায়ু : শৈত্যপ্রবাহ, তুষার ঝড়, মেঘময় ও কুয়াশায়মেরুদেশীয় আবহাওয়া। বড় বড় বরফখণ্ড বা আইসবার্গ উপকূল অঞ্চলকে ঘিরেরেখেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন