শনিবার, ১২ নভেম্বর, ২০১১


পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ : আফ্রিকা।

আফ্রিকা মহাদেশের আয়তন : ৩ কোটি ৬৫ হাজার বর্গকিমি।
আয়তনে আফ্রিকা মহাদেশ পৃথিবীর মোট : ২০ শতাংশ।
আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ : সুদান।

আয়তন ও জনসংখ্যা আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম : সিচেলেস।
জনসংখ্যায় আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম : নাইজেরিয়া
আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু : কিলিমাঞ্জারো (তাঞ্জানিয়া)।
আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু : লেক আসাল (জিবুতি)।
আফ্রিকা মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম : সাহারা।
আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম : নীলনদ।
আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপ : মাদাগাস্কার।
আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ : ৫৩টি।
উত্তর আমেরিকা মহাদেশ :
পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ : উত্তর আমেরিকা।
উত্তর আমেরিকা মহাদেশের আয়তন : ২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার বর্গ কিমি।
আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ : কানাডা।

জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম : যুক্তরাষ্ট্র
আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ : সেন্ট কিটস এন্ড নেভিস।
জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ : সেন্ট কিটস এন্ড নেভিস।
উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু : ম্যাককিনলি (যুক্তরাষ্ট্র)।
উত্তর আমেরিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু : ডেথ ভ্যালি (যুক্তরাষ্ট্র)।
উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ : সুপিরিয়র।
উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম : মিসিসিপি।
উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান : ডেথ ভ্যালি (ক্যালিফোর্নিয়া)।
উত্তর আমেরিকা মহাদেশের গভীরতম গিরিখাত : গ্র্যান্ড ক্যানিয়ন।
উত্তর ও দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্নকারী খালের নাম : পানামা খাল।
আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাতের নাম : নায়াগ্রা।
উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি : মেক্সিকোর পোপোক্যাটপেল।
উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম পার্ক : কানাডার উড বাফেলো।
উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ : ২৩টি।

দক্ষিণ আমেরিকা মহাদেশ :
দক্ষিণ আমেরিকার আয়তন : ১ কোটি ৭৮ লাখ ১৯ হাজার বর্গকিমি।
দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের শতাংশ : ১২ শতাংশ।
দক্ষিণ আমেরিকার উপকূল রেখার দৈর্ঘ্য : ২৭ হাজার ৭০০ কিলোমিটার।
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতমালার নাম : আন্দিজ পর্বতমালা।
দক্ষিণ আমেরিকার বনভূমি এর মোট আয়তনের অংশ : মোট আয়তনের ৫২ শতাংশ।
উচ্চতা অনুযায়ী দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাতের নাম : এঞ্জেল ফলস(ভেনিজুয়েলা)।
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ বিন্দু : একাঙ্কাগুয়া (আর্জেন্টিনা)।
দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু : পেনিনসুলা (আর্জেন্টিনা)।
দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী : আমাজান।
দক্ষিণ আমেরিকার উচ্চতম (পানির পরিমাণ অনুযায়ী) জলপ্রপাত : গুয়ারিয়া (ব্রাজিল);১৩০০ কিউবিক/ সেকেন্ড।
জনসংখ্যার দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ : ব্রাজিল
আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ : ব্রাজিল।
জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম : সুরিনাম
আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ : সুরিনাম।
দক্ষিণ আমেরিকার চির বসনে-র দেশের নাম : ইকুয়েডর।
দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম : লাপাজ (বলিভিয়া)।
দক্ষিণ আমেরিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে : স্পেন দেশ।
দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ : ১২টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন