কী করবেন : ওয়ান ওয়ে রাস্তায় হাঁটতে যেদিক থেকে গাড়ি আসছে সেই দিকে মুখ করে হাঁটুন এবং ফুটপাত ব্যবহার করুন। * রাস্তা পার হতে ডান দিক, বাঁ-দিক, আবার ডান দিক দেখে রাস্তা পার হোন। * দ্রুত রাস্তা পার হবেন, তবে দৌড়ে নয়। * ছাতা নিয়ে হাঁটলে যাতে রাস্তা দেখতে পান সেদিকে খেয়াল রাখুন। * রাস্তা পার হওয়ার সময় কারও ওপর নির্ভর করবেন না। * রাস্তা পারাপারে সচেতন থাকুন। এলোমেলোভাবে রাস্তা পার হবেন না। * কোনো বাঁকের মুখে সাবধান থাকুন। গাড়ির হর্ন শুনে বুঝে নিন গাড়ি কত দূরে। * রাস্তা পার হতে না হলে অযথা পার হওয়ার জায়গায় দাঁড়িয়ে থাকবেন না। * সিগন্যাল দেখে পার হবেন। * কোনো বয়স্ক কেউ রাস্তা পার হতে বা পথে চলতে গিয়ে আপনার সাহায্য চাইলে সাহায্য করুন। * জেব্রা ক্রসিংয়ে রাস্তা পার হওয়া সব থেকে ভালো। নিয়ম মেনে চলুন। * নিজের পোশাক সম্পর্কে সচেতন থাকুন। পথ চলতে কোনো কিছুতে যেন আটকে না যায়। * পর্যাপ্ত আলো আছে এমন জায়গা দিয়ে হাঁটুন। * অনেক ব্যাগ বা জিনিস নিয়ে রাস্তা দিয়ে হাঁটলে নিজের জিনিসপত্রের প্রতি সচেতন থাকুন। * সেল ফোনে আস্তে কথা বলুন, অথবা বলুন যে পরে কথা বলবেন। রাস্তা পার হওয়ার সময় সেল ফোনে কথা বলবেন না।
কী করবেন না : রাস্তায় চলতে হঠাৎ চেনা কাউকে দেখলে উচ্ছ্বাসে দিগ্বিদিক জ্ঞানশূন্য হবেন না। * আপনি যদি খুব দ্রুত হাঁটতে না পারেন তবে ভিড়ের ভেতর দ্রুত হাঁটতে যাবেন না। * গাড়ির সিগন্যাল ছেড়ে দিলে দৌড়ে পার হবেন না। * একসঙ্গে দু'তিনজন চেনা বন্ধু বা আত্মীয়ের সঙ্গে থাকলে খুব জোরে জোরে কথা বলবেন না।
কী ঘটে : লাল আলো জ্বললেও 'ধুর, কিচ্ছু হবে না'_ মানসিকতায় এক দৌড়ে রাস্তা পার হওয়াটা স্বাভাবিক হয়ে গেছে। ওভার ব্রিজ বা আন্ডার পাস থাকলেও এত কষ্ট করে রাস্তায় হাঁটা বা রাস্তা পার হওয়া যায় নাকি? এর চেয়ে এমনি হেঁটে পার হওয়াই ভালো! ব্যস্ত রাস্তায় বন্ধুরা মিলে হাঁটছেন। গল্পের মুড। অন্যের গতির সঙ্গে আপনাদের গতি 'ম্যাচ' হচ্ছে না। ফলে ধাক্কাধাক্কি চলছেই। জনজটে আপনার খুব তাড়া অন্যকে ধাক্কা মেরে, ঠেলা দিয়ে হেঁটে যেতে হবে। অন্যরা ধাক্কা খাচ্ছে তো কী করা যাবে। যে রাস্তায় হাঁটতে বারণ সেই রাস্তা আর ফুটপাত থাকলেও মেইন রোডে হাঁটা একটা সাধারণ ব্যাপার। এতে কোনো ভুল আছে বলে মনেই হয় না। চকলেট বা চিপস খেয়ে কাগজটা অবলীলায় রাস্তায় ফেললেন। রাস্তা নোংরা হচ্ছে তো হোক না! রাস্তায় অনেকেরই অভ্যাস আছে থুথু ফেলা। সেটা দেখতেও খারাপ লাগে। সেল ফোনে কথা বলতে বলতে হাঁটা আর একটু অন্যমনস্ক হলেই একটা জোরে ধাক্কা সামনের কারও সঙ্গে! না হলেও ফোনের দিকে মন আর আচমকা কোনো গাড়ির সামনে পড়ে যাওয়া। প্রাণ নিয়ে টানাটানি! এই আরকি।
কী ঘটা উচিত : একসঙ্গে অনেকে হাঁটলেও ব্যস্ত রাস্তায় নিজের খেয়ালে হাঁটা উচিত নয়। সব সময় সচেতন থাকা উচিত। সব সময় ট্রাফিক সিগন্যাল মেনে পথ চলা উচিত।
আপনি বা আপনাদের কয়েকজনের গল্পের মুডে থাকতে পারেন তাই বলে অন্যদের দিকটাও খেয়াল রাখা উচিত।
প্রপার সিগন্যাল জানা সবারই উচিত। চকলেট বা খাবার খেয়ে কাগজ কখনো রাস্তায় ফেলবেন না। ফোনে কথা বলতে বলতে না হাঁটাই ভালো।
কী করবেন না : রাস্তায় চলতে হঠাৎ চেনা কাউকে দেখলে উচ্ছ্বাসে দিগ্বিদিক জ্ঞানশূন্য হবেন না। * আপনি যদি খুব দ্রুত হাঁটতে না পারেন তবে ভিড়ের ভেতর দ্রুত হাঁটতে যাবেন না। * গাড়ির সিগন্যাল ছেড়ে দিলে দৌড়ে পার হবেন না। * একসঙ্গে দু'তিনজন চেনা বন্ধু বা আত্মীয়ের সঙ্গে থাকলে খুব জোরে জোরে কথা বলবেন না।
কী ঘটে : লাল আলো জ্বললেও 'ধুর, কিচ্ছু হবে না'_ মানসিকতায় এক দৌড়ে রাস্তা পার হওয়াটা স্বাভাবিক হয়ে গেছে। ওভার ব্রিজ বা আন্ডার পাস থাকলেও এত কষ্ট করে রাস্তায় হাঁটা বা রাস্তা পার হওয়া যায় নাকি? এর চেয়ে এমনি হেঁটে পার হওয়াই ভালো! ব্যস্ত রাস্তায় বন্ধুরা মিলে হাঁটছেন। গল্পের মুড। অন্যের গতির সঙ্গে আপনাদের গতি 'ম্যাচ' হচ্ছে না। ফলে ধাক্কাধাক্কি চলছেই। জনজটে আপনার খুব তাড়া অন্যকে ধাক্কা মেরে, ঠেলা দিয়ে হেঁটে যেতে হবে। অন্যরা ধাক্কা খাচ্ছে তো কী করা যাবে। যে রাস্তায় হাঁটতে বারণ সেই রাস্তা আর ফুটপাত থাকলেও মেইন রোডে হাঁটা একটা সাধারণ ব্যাপার। এতে কোনো ভুল আছে বলে মনেই হয় না। চকলেট বা চিপস খেয়ে কাগজটা অবলীলায় রাস্তায় ফেললেন। রাস্তা নোংরা হচ্ছে তো হোক না! রাস্তায় অনেকেরই অভ্যাস আছে থুথু ফেলা। সেটা দেখতেও খারাপ লাগে। সেল ফোনে কথা বলতে বলতে হাঁটা আর একটু অন্যমনস্ক হলেই একটা জোরে ধাক্কা সামনের কারও সঙ্গে! না হলেও ফোনের দিকে মন আর আচমকা কোনো গাড়ির সামনে পড়ে যাওয়া। প্রাণ নিয়ে টানাটানি! এই আরকি।
কী ঘটা উচিত : একসঙ্গে অনেকে হাঁটলেও ব্যস্ত রাস্তায় নিজের খেয়ালে হাঁটা উচিত নয়। সব সময় সচেতন থাকা উচিত। সব সময় ট্রাফিক সিগন্যাল মেনে পথ চলা উচিত।
আপনি বা আপনাদের কয়েকজনের গল্পের মুডে থাকতে পারেন তাই বলে অন্যদের দিকটাও খেয়াল রাখা উচিত।
প্রপার সিগন্যাল জানা সবারই উচিত। চকলেট বা খাবার খেয়ে কাগজ কখনো রাস্তায় ফেলবেন না। ফোনে কথা বলতে বলতে না হাঁটাই ভালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন