পায়ে পানি আসা বা পা ফুলে যাওয়া একটি খারাপ লক্ষণ। কোনো কারণে পায়ে পানি আসাকে অবহেলা করতে নেই। একসঙ্গে দুই পায়েও পানি আসতে পারে। আবার দুই পায়ে পানি না এসে এক পায়েও আসতে পারে। দুই পায়ে একসঙ্গে পানি আসা অত্যন্ত খারাপ লক্ষণ। অনেক সময় বাসে ভ্রমণ করলে অথবা বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকলে পায়ে পানি আসতে পারে। যদি ভ্রমণের জন্য অথবা বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার জন্য পায়ে পানি আসে তবে এতে খুব একটা ভয়ের কারণ নেই। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পায়ে পানি আসার কারণ শনাক্ত করা উচিত। যেসব কারণে দুই পায়ে একসঙ্গে পানি আসে, তার মধ্যে অন্যতম হৃদরোগ (Heart Failure) কিডনি রোগ Renal Failure, লিভার রোগ বা Cirrhosis of Liver ফুসফুসের রোগ (Corpulmonale), হাইপোথাইরয়ডিজম। এছাড়া অন্তঃসত্ত্বা বা Pregnancy, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের জন্য ওষুধ সেবন (Amlodipine, Nifedipine) শরীরের ব্যথার জন্য ওষুধ সেবন (Indomethacin, Naproxen, Diclofenac Sodium) এর কারণেও পায়ে পানি আসতে পারে। অতিরিক্ত লবণ সেবনের ফলেও পায়ে পানি আসতে পারে।
এক পায়ে যেসব কারণে পানি আসে তার মধ্যে অন্যতম Filariasis ev Wucheriasis. যে কারণেই পানি আসুক না কেন পরীক্ষার মাধ্যমে পায়ে পানি আসার কারণ বের করতে হবে। হৃদরোগ বা Heart Failure এর জন্য পায়ে পানি এলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নিতে হবে। হৃদরোগের যেসব কারণে পানি আসে তার মধ্যে অন্যতম Ischaemic Heart Disease, Valvular Heart Disease. এছাড়াও জন্মগত কিছু হৃদরোগের জন্য পায়ে পানি আসতে পারে।
হৃৎপিণ্ডের মাংসপেশি প্রয়োজনীয় অক্সিজেন ও নিউট্রিশন না পেয়ে হৃৎপিণ্ডের মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিন হৃৎপিণ্ডের মাংসপেশি যদি অক্সিজেন ও নিউট্রিশন না পায় তখন মাংসপেশিগুলো শুকিয়ে যায় এবং হৃৎপিণ্ড তখন সঙ্কুচিত ও প্রসারিত হতে পারে না, তখনই তাকে হার্ট ফেইলিওর বলে। ফলে পায়ে পানি ও শ্বাসকষ্ট হতে পারে।
বর্তমানে এর চিকিৎসা হিসেবে আধুনিক অনেক ওষুধ আবিষ্কার হয়েছে। হৃদরোগের জন্য পায়ে পানি এলে সঙ্গে সঙ্গে রোগীর শ্বাসকষ্ট, বুক ধড়পড় এমনকি রোগী চিৎ হয়ে ঘুমাতে পারে না, সবসময় মৃত্যু ভয় জেগে থাকে। পায়ে পানি আসার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং জরুরি ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে পায়ে পানি আসার কারণ নির্ণয় করে চিকিৎসা শুরু করতে হবে।
এক পায়ে যেসব কারণে পানি আসে তার মধ্যে অন্যতম Filariasis ev Wucheriasis. যে কারণেই পানি আসুক না কেন পরীক্ষার মাধ্যমে পায়ে পানি আসার কারণ বের করতে হবে। হৃদরোগ বা Heart Failure এর জন্য পায়ে পানি এলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নিতে হবে। হৃদরোগের যেসব কারণে পানি আসে তার মধ্যে অন্যতম Ischaemic Heart Disease, Valvular Heart Disease. এছাড়াও জন্মগত কিছু হৃদরোগের জন্য পায়ে পানি আসতে পারে।
হৃৎপিণ্ডের মাংসপেশি প্রয়োজনীয় অক্সিজেন ও নিউট্রিশন না পেয়ে হৃৎপিণ্ডের মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিন হৃৎপিণ্ডের মাংসপেশি যদি অক্সিজেন ও নিউট্রিশন না পায় তখন মাংসপেশিগুলো শুকিয়ে যায় এবং হৃৎপিণ্ড তখন সঙ্কুচিত ও প্রসারিত হতে পারে না, তখনই তাকে হার্ট ফেইলিওর বলে। ফলে পায়ে পানি ও শ্বাসকষ্ট হতে পারে।
বর্তমানে এর চিকিৎসা হিসেবে আধুনিক অনেক ওষুধ আবিষ্কার হয়েছে। হৃদরোগের জন্য পায়ে পানি এলে সঙ্গে সঙ্গে রোগীর শ্বাসকষ্ট, বুক ধড়পড় এমনকি রোগী চিৎ হয়ে ঘুমাতে পারে না, সবসময় মৃত্যু ভয় জেগে থাকে। পায়ে পানি আসার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং জরুরি ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে পায়ে পানি আসার কারণ নির্ণয় করে চিকিৎসা শুরু করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন