বুধবার, ৯ নভেম্বর, ২০১১

ঘরোয়া দাওয়াই

প্রতিদিন একটা পাকা টমেটো খেলে শরীরের রক্তকণিকা বাড়ে, ফলে ত্বক পরিষ্কার হয়।

ছোট এলাচ, খেজুর আর আঙ্গুর একসঙ্গে পিষে মধু মিশিয়ে খেলে হাঁপানির কষ্ট।

কাঁচা হলুদ গরম করে গন্ধ শুঁকলে সর্দি-কাশিতে উপকার পাওয়া যায়।

জিভে ঘা হলে পানির সঙ্গে কর্পূর গুলে জিভ ধুলে ঘা ভালো হয়।

ডায়াবেটিস কমাতে কাঁচা ঢেঁড়স পানিতে ভিজিয়ে এর আঠালো পানি সকালে খান।

গায়ে খোস-পাঁচড়ার দাগ হলে সেই জায়গায় মাখন মালিশ করুন।

গোলমরিচ মিহি করে বেটে মধু মিশিয়ে খেলে শ্বাসকষ্ট ভালো হয়।

হাঁপানির জন্য কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়া করে আখের গুড় ও সামান্য সরিষার তেল মিশিয়ে চেটে খাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন